জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যখন 'সরি' শব্দটি মন ... more
জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যখন 'সরি' শব্দটি মন থেকে বলা যায় না। পরিস্থিতির চাপে তা বলতে হয়। আর বন্ধুত্বের সম্পর্কে এমন পরিস্থিতি বহুবারই আসে। তবে মন থেকে 'সরি' বলে ক্ষমা চেয়ে নেওয়ার মধ্যে যে তুষ্টি আর শান্তি লুকিয়ে থাকে, তার তুলনা সহজে হয় না। দেখে নেওয়া যাক সহজে এই শব্দটি কীভাবে বলা যায়?
1/5সম্পর্ক বন্ধুত্বের হোক বা শ্রদ্ধা, স্নেহের। জীবনের অনেক কঠিন সময়েই 'ক্ষমা' চেয়ে নেওয়ার পরিস্থিতি আসে। কেউ মনে করেন এটি একটি সুযোগ, সম্পর্ককে ফের একবার ঝালিয়ে নিতে, আর কেউ মনে করেন, এই শব্দই তাঁর সম্মানে আঘাত লাগিয়ে দেবে। ছোট্ট শব্দ 'ক্ষমা'তে লুকিয়ে রয়েছে সম্পর্কের নানা খাত।
2/5জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যখন 'সরি' শব্দটি মন থেকে বলা যায় না। পরিস্থিতির চাপে তা বলতে হয়। আর বন্ধুত্বের সম্পর্কে এমন পরিস্থিতি বহুবারই আসে। তবে মন থেকে 'সরি' বলে ক্ষমা চেয়ে নেওয়ার মধ্যে যে তুষ্টি আর শান্তি লুকিয়ে থাকে, তার তুলনা সহজে হয় না। দেখে নেওয়া যাক সহজে এই শব্দটি কীভাবে বলা যায়?(প্রতীকী ছবি) ((Pixabay))
3/5মুখে কিছু বলার চেয়েও দামী করে দেখানো- অনেকেই বলেন সহজে 'সরি' বলা কঠিন। অনেকে মনের ভাব সহজে ব্যক্তও করে উঠতে পারেন না। ফলে 'সরি' বলতে গেলেও তাঁদের বাধো বাধো ঠেকে! সেক্ষেত্রে যাঁর কাছে ক্ষমা চাওয়ার রয়েছে তাঁকে নিজের আচার, ব্যবহারে বুঝিয়ে দেওয়াই ভাল যে ভুল করার জন্য ক্ষমাপ্রার্থী কতটা ব্যথিত থাকেন। (প্রতীকী ছবি)
4/5ক্ষমা চাওয়াই শেষ কথা নয়-অনেকেই বলেন, ক্ষমা চেয়ে নিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আদৌ তা হয় না। নিজের ভুল বুঝে নিয়ে তবে ক্ষমা চাইলেই আসল সমস্যার সমাধান হয়। শান্ত মাথায় নিজের ভুল বুঝে নেওয়াটা জরুরি এক্ষেত্রে।
5/5পরিস্থিতি ঠিক করে ফেলুন এভাবে: যাঁর কাছে ক্ষমা চাইছেন, তিনি যে কাজটি করতে সবচেয়ে পছন্দ করেন, সেই কাজে আপনি হাত লাগানোর চেষ্টা করুন। এতে মিটবে দূরত্ব। হবে কথাবার্তা। খাবারে মিটে যায় সমস্যা। ফলে পরিস্থিতি ঠিক করতে ভাল কিছু রান্না করে তাঁর জন্য নিয়ে যান।