ম্যাচের আগে লুইস ভ্যান গল বলেছিলেন, মেসিকে আটকে দে... more
ম্যাচের আগে লুইস ভ্যান গল বলেছিলেন, মেসিকে আটকে দেবেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, পেনাল্টি শুটআউট হলে লাভবান হবেন ডাচরাই। তবে পেনাল্টি শুটআউটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচ জিতে নেয় আর্জেন্তিনা। মেসিকেও আটকাতে পারেনি ভ্যান গলের বুদ্ধি। এই আবহে ম্যাচ শেষে ডাচ কোচকে তাঁর ‘অপমানের’ যোগ্য জবাব দিলেন আর্জেন্তাইন অধিনায়ক।
1/5মেসি এদিন বলেন, ‘ম্যাচের আগে ভ্যান গলের মন্তব্যে আমি অসম্মানিত বোধ করি। এবং কিছু ডাচ খেলোয়াড় খেলা চলাকালীন খুব বেশি কথা বলছিলেন।’ এদিন দেখা যায় ম্যাচ শেষে ডাচ ডাগআউটের দিকে ‘তেড়ে যান’ মেসি। তিনি সেখানে হাত দিয়ে অঙ্গিভঙ্গি করে ডাচ কোচকে কিছু বলেন। ভ্যান গলকে সেই সময় স্তম্ভিত দেখায়।
2/5মেসি ভ্যান গলের দিকে যেরকম অঙ্গিভঙ্গি করছিলেন, তা দেখে মনে হচ্ছিল, তিনি বলতে চাইছেন, ‘বেশি কথা বলো না।’ এরপর মেসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান একজন। তবে মেসির এই ‘জবাব’ পেয়ে স্তম্ভিত দেখায় ভ্যান গলকে। ‘গুডবয়’ মেসির থেকে এই ধরনের আচরণ হয়ত আশা করেননি ডাচ কোচ।
3/5এদিকে এদিন মেসি ম্যাচের স্প্যানিশ রেফারির বিরুদ্ধেও চটে যান। ম্যাচ শেষে তিনি রেফারিকে নিয়ে কোনও রাগঢাক না করেই বলেন, ‘ফিফার এটা দেখা উচিৎ যে এই রেফারি ঠিক ভাবে কাজ করার যোগ্য নন।’ এদিকে ম্যাচ শেষে আর্জেন্তাইন গোলরক্ষক মার্টিনেজও ডাচ কোচ এবং রেফারির সমালোচনা করেন।
4/5ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভ্যান গল বলেছিলেন, ‘বল যখন আর্জেন্তিনার কাছে থাকবে না, তখন তো মেসির কোনও কাজ নেই।’ ডাচ কোচের এই মন্তব্যে স্বভাবতই অপমানিত বোধ করেছিলেন মেসি। এর জবাবে মেসি নিজের গোল ডাচ ডাগআউটের সামনেই উদযাপন করেন। পরে ম্যাচ শেষে নিজের অসন্তোষ প্রকাশ করতে সরাসরি ভ্যান গলের কাছেই চলে যান মেসি।
5/5মেসি বলেন, ‘ভ্যান গল দাবি করেন যে তিনি ভালো ফুটবল খেলেন। তবে এরপরে তিনি বক্সে স্ট্রাইকারদের নিয়ে যান এবং লম্বা বলের মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করেন। আমরা এই ম্যাচ জেতার ক্ষেত্রে যোগ্য দল ছিলাম এবং এটাই হয়েছে।’ এদিকে শুধু ডাচ কোচ নন, আর্জেন্তাইন অধিনায়কের রোষ এদিন গিয়ে পড়েছিল অন্যান্য ডাচ তারকাদের ওপরও।