LPG Cylinder Subsidy new Rule: এই কাজ না করলে বেশি দামে কিনতে হবে LPG সিলিন্ডার, মাথায় হাত পড়বে আম জনতার?
Updated: 26 Nov 2023, 10:03 AM ISTগত অগস্টে এক দফায় এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরে অক্টোবরের শুরুতেই ভর্তুকিযোগ্য গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা কমানো হয়েছিল। তবে এরই মাঝে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলিকে একটি বিশেষ নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। এই আবহে গ্রাহকদের করতে হবে একটি কাজ। যা না করলে মাথায় পড়বে হাত।
পরবর্তী ফটো গ্যালারি