ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-কে এই এককালীন অনুদান দেওয়া হবে।
1/5তিন রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি বিক্রেতাকে ২২ হাজার কোটি টাকার এককালীন অনুদানে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে গত দুই বছরে গৃহস্থালীর রান্নার গ্যাস এলপিজি কম দামে বিক্রির জন্য যে ক্ষতি হয়েছিল, তা পূরণ করতে পারবে সংস্থাগুলি। বুধবার এই বিষয়ে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
2/5ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-কে এই এককালীন অনুদান দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/5অনুরাগ ঠাকুর জানান, এর মাধ্যমে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত সংস্থাগুলির কম দামে গ্যাস বিক্রির কারণে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই সিদ্ধান্তে সায় দিয়েছে মন্ত্রিসভা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (PTI)
4/5তিন সংস্থাই গ্রাহকদের সরকার-নিয়ন্ত্রিত দামে এলপিজি বিক্রি করে। জুন ২০২০ থেকে ২০২২ সালের জুনের মধ্যে, এলপিজির আন্তর্জাতিক বাজারে দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/5কিন্তু এর মধ্যেও গার্হস্থ্য এলপিজির দাম সেই হারে বাড়তে দেয়নি কেন্দ্র। এই সময়ের মধ্যে দেশে এলপিজির দাম বেড়েছে ৭২ শতাংশ। আমজনতার কাছে যা অনেক হলেও, আন্তর্জাতিক বাজারের ৩০০ শতাংশের তুলনায় কম। আর এই কম দামে গ্যাস বিক্রি করেই লোকসান হয়েছিল সংস্থাগুলির। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)