বাংলা নিউজ > ছবিঘর > Mukesh Ambani on Jio 6G: বিশ্বে প্রথম 6G উদ্ভাবনকারী সংস্থাগুলির মধ্যে থাকবে জিও, দাবি আম্বানির

Mukesh Ambani on Jio 6G: বিশ্বে প্রথম 6G উদ্ভাবনকারী সংস্থাগুলির মধ্যে থাকবে জিও, দাবি আম্বানির

দেশে এখনও সেভাবে ৫জি-র প্রসার ঘটেনি। তারই মাঝে এবার মুকেশ আম্বানি দাবি করলেন, বিশ্বের মধ্যে প্রথম যে সংস্থাগুলি ৬জি প্রযুক্তির উদ্ভাবন ঘটাবে, তার মধ্যে অন্যতম হবে জিও। জানা গিয়েছে, ৬জি প্রযুক্তি নিয়ে কোয়লকমের সঙ্গে কাজ করছে জিও।