বাংলা নিউজ > ছবিঘর > Name of New Parliament: নতুন সংসদ ভবনের নাম থেকেও কি মুছতে চলেছে 'ইন্ডিয়া'? গেজেট বিজ্ঞপ্তিতে 'চমক'

Name of New Parliament: নতুন সংসদ ভবনের নাম থেকেও কি মুছতে চলেছে 'ইন্ডিয়া'? গেজেট বিজ্ঞপ্তিতে 'চমক'

আজ গণেশ চতুর্থীর দিনে নয়া সংসদ ভবনে প্রবেশ করতে চলেছেন সাংসদরা। তার আগে নয়া ভবনের নাম জানিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল লোকসভার সচিবালয়। এই নাম নিয়ে বেশ কৌতুহল ছিল সব মহলেই। গত কয়েকদিন ধরে যেভাবে ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে নয়া ভবনের নামকরণে আছে 'চমক'।