বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Elon Musk becomes Richest Man on Earth: হারানো মুকুট ফিরে ফেলেন ইলন মাস্ক, ফের একবার বিশ্বের ধনীতম ব্যক্তি টেসলা কর্তা
Elon Musk becomes Richest Man on Earth: হারানো মুকুট ফিরে ফেলেন ইলন মাস্ক, ফের একবার বিশ্বের ধনীতম ব্যক্তি টেসলা কর্তা
ফ্রান্সের বার্নার্ড আর্নল্টের কাছে অল্প সময়ের জন্য শিরোপা হারিয়েছিলেন। তবে ফের একবার নিজের সংহাসন পুনর্দখল করলেন ইলন মাস্ক।হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এবছর টেসলার শেয়ার দরে লম্বা লাফের কারণেই ফের একবার মাস্কের 'নেট ওয়ার্থ' বেড়ে গিয়েছে।
1/5২০২২ সালের ডিসেম্বরে আরনল্টের কাছে হেরে গিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হারিয়েছিলেন ইলন মাস্ক। ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও হলেন বার্নাড আরনল্ট। কিন্তু মাত্র দু’মাস পর বার্নার্ডকে টপকে ফের তালিকার শীর্ষস্থান দখল করলেন টুইটারের মালিক। গত বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন তিনি। (via REUTERS)
2/5ব্লুমবার্গ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৪শে ফ্রেবুয়ারি পর্যন্ত টেসলার সিইও-র মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা বার্নার্ডের সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। এদিকে ফোর্বসের তালিকা অনুযায়ী, গতকাল পর্যন্ত দ্বিতীয় স্থানেই ছিলেন ইলন মাস্ক। (via REUTERS)
3/5২০২২-এর অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর থেকেই 'খারাপ সময়' শুরু হয়েছিল মাস্কের। টেসলার শেয়ার দর কমেছিল। টুইটারে কর্মী ছাঁটাইয়ের পরও সংস্থাকে লাভজনক করতে ব্যর্থ হয়েছেন মাস্ক। এই সবের মাঝে ধনীতম ব্যক্তির তকমা হারিয়েছিলেন ইলন। তবে এবছর জানুয়ারি থেকে টেসলার শেয়ারের দাম বৃদ্ধি হয়েছে প্রায় ৭০ শতাংশ। (via REUTERS)
4/5টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান ইলন মাস্কের বয়স বর্তমানে ৫১ বছর। তাঁর নতুন সংস্থা নিউরালিংক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের 'ব্রেন মেশিন ইন্টারফেস' তৈরি করছে। এই সংস্থার মাধ্যমে কল্পজগতের কোনও গল্পকে যেন বাস্তবে পরিণত করতে চাইছেন মাস্ক। (via REUTERS)
5/5এদিকে ধনকুবের গৌতম আদানি ধনীতম ব্যক্তিদের তালিকায় ৩ থেকে পিছলে ৩৮-এ পৌঁছে গিয়েছেন। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার কারচুপির অভিযোগ তোলার পর থেকেই তাঁর এই অধপতন জারি থেকেছে। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত গৌত আদানিক মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৭.৭ বিলিয়ন ডলার। (via REUTERS)