করোনার পরে বলিউডের হাল খারাপ। বড় বাজেটের, বড় তার... more
করোনার পরে বলিউডের হাল খারাপ। বড় বাজেটের, বড় তারকা নিয়ে তৈরি হওয়া সিনেমাও দর্শক ফিরিয়ে দিচ্ছে।
1/9করোনা পরবর্তী সময়ে বলিউডের হাল খারাপ। এমন অনেক ছবি আছে যা নিয়ে উৎসাহ, উদ্দীপনা যতটা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে, তার সিকিভাগ ব্যবসাও করে উঠতে পারেনি বক্সঅফিসে। যাকে বলে মুখ থুবরে পড়েছে। চলুন দেখে নেই ফ্লপের তালিকায় ঢুকেছে কোন কোন বিগ বাজেটের ছবি।
2/9বলিউডের ইতিহাসের অন্যতম বড় ফ্লপ। ১০০ কোটি বাজেটের ছবি ৪ কোটিরও ব্যবসা করতে পারেনি। প্রথম সপ্তাহেই দর্শক না আসায় হল মালিকরা সিনেমা তুলে দিয়েছিলেন। এদিকে মহিলা সুপারহিরো সিনেমা বলিউডে এই প্রথম। মুখ্য চরিত্রে দু'বার জাতীয় পুরস্কার-জয়ী কঙ্গনা রানাওয়াত।
3/9সলমন খান আর আয়ুশ শর্মার ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ নিয়ে দর্শকরা যতটা উৎসাহিত ছিলেন, তার সবটাই নষ্ট হয়েছিল হলে গিয়ে। সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি ছবিখানা।
4/9ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প। প্রায় ৪ বছর ধরে ছবি নিয়ে চর্চা। কিন্তু কবীর খান পরিচালিত রণবীর সিং অভিনীত ‘৮৩’ পারল না দর্শকদের মন জয় করতে। ৩০০ কোটির সিনেমা ২০০ কোটি আয় করেই থেমে যায়।
5/9২০০৫ সালের হিট ছবি ‘বান্টি অর বাবলি’র সিক্যুয়েল ফ্লপ হল। রানি মুখোপাধ্যায় আর সইফ আলি খানের হিট জুটি কিচ্ছু করতে পারল না। দর্শক বলল, ছবি বানাতে গিয়ে ঘেঁটে ঘ করেছে পরিচালকমশাই। ব্যবসা করে ২২ কোটির।
6/9প্রায় ৭০ কোটি বাজেটের অ্যাটাক পার্ট ওয়ান ছবির ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছিল। কিন্তু হলিউডের সঙ্গে তুলনার কারণে ছবিটি খুব বেশি সাড়া পায়নি। মাত্র ২৩ কোটি টাকার ব্যবসা করে।
7/9অমিতাভ বচ্চনের সিনেমা ঝুন্ড সমালোচকদের মনে ধরলেও দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারেনি। বক্স অফিস কালেকশন ছবি তৈরির খরচের ধারেকাছেও পৌঁছয়নি। ছবিটি মাত্র ১৫ কোটি টাকার ব্যবসা করেছিল।
8/9জন আব্রাহামের কপালটাই খারাপ! প্রায় ৯৫ কোটির বাজেটের ‘সত্যমেব জয়তে ২’ বক্স অফিসে ডুবে গিয়েছে। মাত্র ১৮ কোটি আয় করেছিল। ছবিটি এক ফোঁটা ভালো লাগেনি অনেক দর্শকেরই। প্রসঙ্গত, এই সিনেমায় ত্রিপল রোলে অভিনয় করেছিলেন জন।
9/9অক্ষয় কুমার, কৃতি শ্যানন এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ মাত্র ৫০ কোটির ব্যবসা করেছিল, যেখানে ছবির বাজেট ছিল এর তিন গুণ।