এয়ার ইন্ডিয়ার CEO এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মহিলা কমার্শিয়াল পাইলট রয়েছেন। মহিলারা ক্রমেই এভিয়েশন ক্ষেত্রে প্রবেশ করছেন। কর্মক্ষেত্রের তাতে নারী-পুরুষের ভারসাম্য আসছে।
1/5১,৮২৫ জনের মধ্যে ১৫%-ই মহিলা বিমানচালক। বুধবার নারী দিবসে, কর্মসংস্কৃতির একটি ছবি তুলে ধরল এয়ার ইন্ডিয়া। তাদের দাবি, কোনও এয়ারলাইনে মহিলা পাইলটের সংখ্যার নিরিখে, তারাই এক নম্বরে। ফাইল ছবি: এয়ার ইন্ডিয়া (Air India)
2/5আন্তর্জাতিক নারী দিবসে, টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ারএশিয়া ইন্ডিয়া মোট ৯০টিরও মহিলা ক্রু-চালিত উড়ান সম্পন্ন করে। মার্চের শুরু থেকেই দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন মহিলা পাইলটরা। ফাইল ছবি : এএনআই (Air India)
3/5সব মিলিয়ে এয়ার ইন্ডিয়ার প্রতি ১০ জন কর্মীর মধ্যে ৪-৫ জন মহিলা কাজ করেন। ১,৮২৫ জন পাইলটের মধ্যে ২৭৫ জন মহিলা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Air India)
4/5এয়ার ইন্ডিয়ার CEO এবং ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মহিলা কমার্শিয়াল পাইলট রয়েছেন। মহিলারা ক্রমেই এভিয়েশন ক্ষেত্রে প্রবেশ করছেন। কর্মক্ষেত্রের তাতে নারী-পুরুষের ভারসাম্য আসছে। ফাইল ছবি: মিন্ট (Air India)
5/5শারীরিক ও মানসিকভাবে বিমান চালনার কাজ অত্যন্ত কঠিন। দীর্ঘ সময় ধরে মনযোগ বজায় রাখা, ক্ষুরধার উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস, পরিশ্রমের ক্ষমতা লাগে। সেই সঙ্গে ছুটি-ছাটাও অনেক কম মেলে। কিন্তু মহিলারাও যে এই কঠিন কাজে পুরুষদের মতোই সফল হতে পারেন, তা তাঁরা প্রমাণ করে দিয়েছেন। এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার CEO বলেন, 'আজ এয়ার ইন্ডিয়াতে আমাদের সঙ্গে থাকা মহিলা কর্মীদের নিয়ে আমরা গর্বিত। মহিলারা যে কোনও ক্ষেত্রেই যে সাফল্য অর্জন করতে পারেন, তার নজির এঁরা।' ফাইল ছবি: এপি (Air India)