বাংলা নিউজ > ছবিঘর > New Rajya Sabha MPs from Bengal: বাঙালিয়ানা তুলে ধরতে ধুতি পরে রাজ্যসভায় ডেরেকরা, বাংলায় শপথ নিলেন না উত্তরবঙ্গের ২

New Rajya Sabha MPs from Bengal: বাঙালিয়ানা তুলে ধরতে ধুতি পরে রাজ্যসভায় ডেরেকরা, বাংলায় শপথ নিলেন না উত্তরবঙ্গের ২

গতকাল বাংলার থেকে ৬ জন সাংসদ রাজ্যসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করলেন। উচ্চকক্ষের চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁদের শপথ বাক্য পাঠ করান। তৃণমূল সাংসদদের মধ্যে সবাই ঐতিহ্যবাহী বাঙালি পোশাকেই শপথ গ্রহণ করেন। এদিকে ধনখড়ের সঙ্গে হাসি মুখে কথা বলতেও দেখা যায় তাঁদের।