বলিউড মানেই শুধুই রোম্যান্স, অ্যাকশনে ভরপুর বিনোদন নয়। হিন্দি ছবির ইতিহাসে বরাবরই প্রেমের গল্প 'প্রায়োরিটি' পেলেও ভাই বোনের সম্পর্কের ওপরেও তৈরি হয়েছে একাধিক সুপারহিট ছবি।
1/5১৯৯৯ সালে বক্স অফিস তোলপাড় করে মুক্তি পেয়েছিল 'হাম সাথ সাথ হ্যায়'। সূরজ বরজাতিয়া বরাবরই পরিবার ও সম্পর্কের টানাপোড়েন এর ওপর ভিত্তি করেই তাঁর বিভিন্ন ছবি তৈরি করেছেন। এই ছবিও সেই ফর্মুলার বাইরে ছিল না। ছবিতে সলমন খান, সইফ আলি খান, মনীশ বহেল এবং নীলম কোঠারিকে দেখা গেছিল ভাই-বোন এর ভূমিকায়। (ছবি সৌজন্যে - ফেসবুক)
2/5জোয়া আখতার পরিচালিত 'দিল ধড়ক নে দো' ছবি মূলত একটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের নানান দিক তুলে ধরলেও ছবিতে দিদি ও ভাইয়ের 'বন্ডিং' ছিল এর অন্যতম মূল উপজীব্য। ছবিতে এই দিদি ও ভাইয়ের চরিত্রে যথাক্রমে দেখা গেছিল প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং-কে।
3/5'ভাগ মিলখা ভাগ'-এ মূলত মিলখা সিংয়ের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরলেও দর্শকের হৃদয় ছুঁয়েছিল ছবিতে মিলখার সঙ্গে তাঁর দিদি ইসরির মিষ্টি অথচ মজবুত সম্পর্কের কথা। মিলখা ও তাঁর দিদির চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলে বাহবা পেয়েছিলেন ফারহান আখতার এবং দিব্যা দত্ত।
4/5শাহরুখ এবং ঐশ্বর্যর নাম একসঙ্গে উচ্চারিত হলেই দর্শকদের চোখে ভেসে উঠবে 'দেবদাস' ছবির কথা। তবে তাঁর আগেই 'জোশ'-এ যমজ ভাই বোন ম্যাক্স এবং শার্লির চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন এই দুই তারকা।এই অনাথ ভাই বোনের পরস্পরের প্রতি ভালোবাসা এবং খুনসুটির সমীকরণে মুগ্ধ হয়েছিল দর্শক।
5/5দাদা, ভাইয়ের জন্য বন্ধুবান্ধদের সঙ্গে লড়াই তো আকছার দিদি, বোনরা করেই থাকে। তবে ভাইয়ের সম্মান এবং 'সেক্সচ্যুয়ালিটি'-র অধিকারের জন্য গোটা সমাজের বিরূদ্ধে যে লড়াই করতে একজন দিদি সক্ষম, সেকথাই দেখানো হয়েছিল 'মাই ব্রাদার নিখিল'-এ। ছবিতে দিদি ও ভাইয়ের চরিত্রে জুহি চাওলা এবং সঞ্জয় সুরির অভিনয় মন ভরিয়েছিল দর্শকের।