বাংলা নিউজ > ছবিঘর > Significance of 6 Entrance of New Parliament: গজ, গড়ুর, অশ্ব সহ মোট ছ'টি প্রবেশ পথ নয়া সংসদ ভবনে, জানুন এগুলির তাৎপর্য

Significance of 6 Entrance of New Parliament: গজ, গড়ুর, অশ্ব সহ মোট ছ'টি প্রবেশ পথ নয়া সংসদ ভবনে, জানুন এগুলির তাৎপর্য

আজ থেকে নয়া সংসদ ভবনে শুরু হবে বিশেষ অধিবেশন। পুরনো সংসদ ভবনকে গতকালই বিদায় জানানো হয়েছে। এই আবহে নয়া ভবনে কাজকর্ম শুরু হয়ে যাবে গণেশ চতুর্থীর দিন থেকে। এই নয়া সংসদ ভবনে আছে মোট ছ'টি প্রবেশ পথ। আগের ভবনের প্রবেশ পথে সেই অর্থে ভারতীয় সংস্কৃতির কোনও নিদর্শন ছিল না। তবে এই ভবনে তা আছে।