Supreme Court on OROP Dues: কবের মধ্যে দিতে হবে 'এক পদ, এক পেনশনে'র বকেয়া? বড় রায় সুপ্রিম কোর্টের
Updated: 20 Mar 2023, 03:22 PM IST'এক পদ, এক পেনশন' নীতির অধীনে অবসরপ্রাপ্ত যোগ্য সেনা কর্মীদের বকেয়া মেটানো সংক্রান্ত মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্ধারিত মেয়াদের মধ্যে 'এক পদ, এক পেনশনে'র বকেয়া টাকা না দিয়ে তা চার কিস্তিতে দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এভাবে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়ায় সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে।
পরবর্তী ফটো গ্যালারি