Sydney mall attack latest:সিডনির শপিং মলে ছুরি নিয়ে ভয়াবহ হামলা, PM অ্যালবানিজ জানালেন ‘হতাহত বহু’, নিহত অন্তত ৬
Updated: 13 Apr 2024, 02:16 PM ISTযাঁদের ছুরিুকাঘাত করেছে ওই আততায়ী, তাদের মধ্যে রয়ে... more
যাঁদের ছুরিুকাঘাত করেছে ওই আততায়ী, তাদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর শিশু। ঘটনায় চরম আতঙ্কে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত কোনও সংগঠন ওর দায় স্বীকার করেনি। এই হামলার নেপথ্য কারণও এখনও স্পষ্ট নয়।
মিডিয়া চ্যানেলগুলিতে দেখা গিয়েছে, এক বড় ছুরি নিয়ে শপিং কমপ্লেক্স থেকে এক ব্যক্তি ছুটে বেরিয়ে যান। তার আশপাশে পড়ে থাকতে দেখা যায় অনেককে। ঘটনার ভয়াবহ দৃশ্য দেখে বহু জন আতঙ্কিত হতে থাকেন। এই ছবি সিকিউরিটি ক্যামেরার ফুটেজে ধারা পড়ে। যা থেকে ভিডিয়ো শেয়ার করে চ্যানেলগুলি। (Photo by David GRAY / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি