আপাতত কুম্ভ রাশিতে আছেন মঙ্গল। আগামী ১৭ মে আবার রাশি পরিবর্তন করবেন। প্রবেশ করবেন মীন রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল যতদিন কুম্ভ রাশিতে থাকবেন, ততদিন একাধিক রাশির জাতকদের বিভিন্নরকম সমস্যার মুখে পড়তে হতে পারে।
1/3কর্কট রাশি- কর্কট রাশির অষ্টম স্থানে মঙ্গলের গোচর হয়েছে। গোচরকালে কর্মক্ষত্রে নৈরাশ্যের মুখে পড়তে পারেন। চাকরির ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। যে কাজ করবেন, তাতে বেশি সন্তুষ্ট হবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। চোট পাওয়ার সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/3তুলা রাশি- তুলা রাশির পঞ্চম স্থানে মঙ্গলের গোচর হয়েছে। গোচরকালে আপনার জীবনে উত্থান-পতনের সাক্ষী থাকতে পারেন। সহকর্মীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। মতভেদ হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/3বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে মঙ্গলের গোচর হয়েছে। তার ফলে বৃশ্চিক রাশির জাতকদের আচার-ব্যবহারে পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যার মুখতে পড়তে পারেন। পরিবারের লোকের সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।