US on California Temple Vandalism: ক্যালিফোর্নিয়ার মন্দিরে খলিস্তানি হামলা নিয়ে মুখ খুলল US, হাঁটল না 'কানাডার পথে'
Updated: 24 Dec 2023, 07:27 AM ISTক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে খলিস্তানি হামলা নিয়ে এবার মুখ খুললে আমেরিকা। এই ঘটনার নিন্দা জানায় মার্কিন প্রশাসন। এর আগে কানাডায় একই ধরনের ঘটনা ঘটলেও সেদেশের সরকারকে 'দায়সারা' দেখা গিয়েছিল। এমনকী পরোক্ষভাবে খলিস্তানিদের সমর্থনও করে কানাডা। তবে আমেরিকা সেই পথে হাঁটল না।
পরবর্তী ফটো গ্যালারি