বুধবার রাতে প্রয়াত হন জগদীপ। এদিন মুম্বইয়ের মাজাগাঁওয়ের মুস্তাফা বাজার শিয়া কবস্থানে গোরস্থ করা হল এই প্রবীন অভিনেতাকে।
1/6বুধাবরই না ফেরার দেশে চলে গিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তিনি জগদীপ নামেই সকলের কাছে পরিচিত। বলিউড অভিনেতা জাভেদ জাফরির পিতা তিনি।
2/6বুধবার মুম্বইতে নিজের বাড়িতেই রাত ৮টা ৪০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় কমেডিয়ান। বয়স হয়েছিল ৮১ বছর। পরিবার সূত্রে খবর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা।
3/6বৃহস্পতিবার মুম্বইয়ের মাজাগাঁওয়ের মুস্তাফা বাজার শিয়া কবস্থানে গোরস্থ করা হল এই প্রবীন অভিনেতাকে। শেষযাত্রায় শামিল হলেন তাঁর দুই পুত্র জাভেদ ও নাভেদ জাফরি সহ পরিবারের অন্য সদস্যরা।
4/6এদিন বলিউড পরিবারের তরফে জগদীপের শেষযাত্রায় অংশ নিয়েছিলেন কমেডিয়ান জনি লিভার। জগদীপ ছিলেন তাঁর অনুপ্রেরণা। জনি লিভারের প্রথম ছবি ছিল তাঁর সঙ্গে।
5/6জগদীপের শেষ যাত্রায় পরিবারের সদস্যরা।
6/6সত্তর,আশি ও নব্বইয়ের দশকে একাধিক বলিউড ছবির অংশ থেকেছেন তিনি। শোলে ছবিতে সুরমা ভোপালির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আন্দাজ আপনা আপনা, ব্রহ্মচারী, নাগিন,পুরানা মন্দিরের মতো ছবিতে অভিনয় আজও ভুলে পারেনি হিন্দি ছবির দর্শক। কেরিয়ারে প্রায় ৪০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।