Newly discovered hidden corridor: পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতর লম্বা সুড়ঙ্গের খোঁজ মিলল। এই নিয়ে তোলপাড় সারা বিশ্বে। কী রয়েছে সেই সুড়ঙ্গে।
1/5মিশরের পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিশাল পিরামিডটির মধ্যে নয় মিটার অর্থাৎ ৩০ ফুট লম্বা একটি করিডরের সন্ধান পাওয়া গিয়েছে। এই বিশাল করিডরটি পিরামিডের মূল ফটকের কাছেই রয়েছে। নয়া আবিষ্কৃত করিডরটি আরও কিছু তথ্যের হদিশ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Reuters)
2/5মিশরের বিখ্যাত পিরামিডগুলির মধ্যে নামকরা হল গিজার পিরামিড। প্রায় ৪৫০০ বছরের পুরনো পিরামিডটি সাত আশ্চর্যের শেষতম আশ্চর্য। সারা বিশ্বের পর্যটকদের কাছে এ এক বড় আকর্ষণ। এই পিরামিডের ভিতরেই সম্প্রতি খোঁজ পাওয়া গেল একটি সুড়ঙ্গের। (Reuters)
3/5কীভাবে হদিশ মিলল পিরামিডের ভিতর এই গোপন সুড়ঙ্গের? বিশেষজ্ঞদের কথায়, স্ক্যান পিরামিড প্রকল্পের অধীনে পিরামিডের ভিতর অনুসন্ধান প্রক্রিয়া চালাচ্ছে একটি বিশেষজ্ঞ দল। তাঁরাই সম্প্রতি খুঁজে বার করেন এই সুড়ঙ্গ। ২০১৫ সাল থেকে চলছে এই খোঁজ। বিশেষ ইনফ্রারেড থার্মোলজি, থ্রিডি সিমুলেশন ও কসমিক রে ইমেজিং-এর মাধ্যমে এই খোঁজাখুঁজি শুরু হয়েছিল। (Reuters)
4/5এই বিশেষ পদ্ধতির খোঁজে কোনও খোঁড়াখুঁড়ি করার প্রয়োজন হয় না। সুড়ঙ্গ খোঁজার এই তথ্য প্রকাশিত হয় বিখ্যাত নেচার পত্রিকায়। সেখানে বলা হয়, সুড়ঙ্গের এই অবস্থান থেকে পিরামিডের গঠন সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে। (Reuters)
5/5২৫৬০ খ্রিস্টপূর্বে একটি গম্বুজের আকারে গ্রেট পিরামিড তৈরি করা হয়েছিল। সেই সময় মিশরের সিংহাসনে ছিলেন ফ্যারাও খুফু। ১৪৬ ফুট উঁচু ছিল এই বিশেষ পিরামিড। বর্তমানে যা ১৩৯ ফুট উঁচু। ১৮৮৯ সালে প্যারিসের আইফেল টাওয়ার বানানোর আগে পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপত্য ছিল এই পিরামিড। (Reuters)