কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২২ থেকে ছিটকে যাওয়ার পিছনে বহু কারণই উঠে আসছে। প্লেয়ার ব্যর্থতা যেমন রয়েছে, সেই সঙ্গে রয়েছে মালিক পক্ষের তরফেও বহু ভুল-ত্রুটি। দেখে নিন আসল কারণগুলো:
1/7প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত কেকেআর তাদের প্রথম একাদশে বারবার পরিবর্তন করা হয়েছে। শুরুটা ভালো করলেও, সেটা তাই কেকেআর ধরে রাখতে পারেনি। কারণ প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি জেতার পরে, দলে একাধিক বদল করা হয়। সেই জন্য পরপর পাঁচটি ম্যাচ হেরে গিয়েছিল নাইটরা। এটাও কিন্তু আইপিএল-এর গ্রুপ পর্ব থেকে নাইটদের বিদায়ের অন্যতম বড় কারণ। ছবি: এএনআই
2/7প্যাট কামিন্সের অফ ফর্ম এবং পরে চোট পেয়ে তাঁর ছিটকে যাওয়াটাও নাইটদের জন্য বড় ধাক্কা। এটা তো ঠিক যে কামিন্স কিন্তু একজন ম্যাচ উইনার। শুধু বল নয়, ব্যাট হাতেও কামিন্স সাফল্য এনে দিতে পারেন। তাই ওর বিকল্প পাওয়া রাতারাতি সম্ভব ছিল না। ছবি: এএনআই
3/7৪ ম্যাচে মাত্র ৪০১ রান। গড় ৩০.৮৫। স্ট্রাইক রেট ১৩৪.৫৬। শ্রেয়স আইয়ারকে ভরসা করে দলের অধিনায়ক হিসেবে নিয়ে আসা হলেও, তিনি ব্যাট হাতে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। শ্রেয়স যে ধরনের ক্রিকেটার, তাতে আরও বেশি রান করা উচিত ছিল। আরও বেশি বিধ্বংসী মেজাজে খেলা উচিত ছিল। অধিনায়ক ব্যর্থ হলে, তার প্রভাব পড়ে পুরো টিমে। ছবি: পিটিআই
4/7সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ারকে রিটেন করা হয়েছিল। কিন্তু কেউই সে ভাবে নজর কাড়তে পারেননি। বেঙ্কটেশ আইয়ার গত বার যে ফর্মে ছিলেন, এ বার তার ধারেকাছে ছিলেন না। বরুণ চক্রবর্তীর অবস্থাও তথৈবচ। সুনীল নারিনও আহামরি নন। আন্দ্র রাসেলও মাঝেমাঝে জ্বলে উঠলেও, একেবারেই ধারাবাহিক ছিলেন না। ছবি: পিটিআই
5/7নিলামের সময়ে কেকেআর মস্ত একটি ভুল করে বসেছিল। খাতায় কলমে তাদের প্রথম একাদশ শক্তিশালী ছিল। কিন্তু রিজার্ভ বেঞ্চ তারা শক্তিশালী গড়ে তুলতে পারেনি। রিটেল করা প্লেয়ার বরুণ চক্রবর্তী এবং বেঙ্কটেশ আইয়ার ভালো খেলতে পারেনি, সেটা ঠিক। তবে কোনও ক্রিকেটার ফর্ম হারালে, সেই জায়গায় অন্য কাউকে খেলানোর ব্যাপারে সঠিক চিন্তা ভাবনা ছিল না। ব্যাক আপ নিয়ে টিম ম্যানেজমেন্ট একেবারেই ভাবেনি। ছবি: পিটিআই
6/7দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠির মতো ছন্দে থাকা প্লেয়ারদের ছেড়ে দেওয়াটাও বড় ধাক্কা হয়েছে কেকেআর-এর কাছে। গত মরশুমে ফাইনাল খেলার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন রাহুল। তাই ওঁকে ছেড়ে দেওয়া মস্ত বড় ভুল। চলতি মরশুমে রাহুল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন। কার্তিকের পরিবর্তে কোনও অভিজ্ঞ কিপার নেয়নি কেকেআর। আর এ বার আরসিবি-র জার্সিতে কার্তিক যে বিধ্বংসী মেজাজে রয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। ছবি: পিটিআই
7/7টিম ম্যানেজমেন্টের মধ্যে একাধিক ইস্যুতে মতের অমিল ছিল। অধিনায়ক, হেড কোচ, সাপোর্ট স্টাফরা একসঙ্গে মিলিত ভাবে কাজটা পালন করতে পারেননি। এর মধ্যে যোগ হয়েছিল দল নির্বাচনে নাইটদের সিইও ভেঙ্কি মাইসোরের হস্তক্ষেপও। যা নিয়ে শ্রেয়স আইয়ার মুখও খুলেছিলেন। যদিও তাঁকে পরে চুপ করিয়ে দেওয়া হয়। এর থেকেই পরিষ্কার টিমের মধ্যে একটি অশান্তির বাতাবরণ ছিল। যার প্রভাব পড়েছে নাইটদের পারফরম্যান্সে। ছবি: পিটিআই