বাংলা নিউজ > ছবিঘর > WHO warning on India made Cough Syrup: ফের ভারতে তৈরি কাশির ওষুধ নিয়ে সতর্কবার্তা, 'হতে পারে মৃত্যু', বলল হু

WHO warning on India made Cough Syrup: ফের ভারতে তৈরি কাশির ওষুধ নিয়ে সতর্কবার্তা, 'হতে পারে মৃত্যু', বলল হু

সাম্প্রতিককালে ভারতে তৈরি একাধিক কাশির ওষুধ নিয়ে সতর্কবার্তা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একাধিক দেশের তরফে অভিযোগ করা হয়েছিল, ভারতে তৈরি কাশির ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে শিশুদের। তবে সেসব ওষুধ উৎপাদন বন্ধ করে দেয় সরকার। যদিও এবার ভারতে তৈরি আরও একটি কাশির ওষুধ নিয়ে সতর্ক করল হু।