দেশের রাজনৈতিক পরিস্থিতি যতই বিশৃঙ্খল হোক না কেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার কথা জানিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার বিষয়ে নিশ্চয়তা দেন।
এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় হাসান আরও জানান যে, আফগানিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে তার জন্য অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় রয়েছে এসিবি।
হিকমত বলেন, ‘হ্যাঁ, আমরা টি-২০ বিশ্বকাপ খেলব। প্রস্তুতি জারি থাকবে। যে সব প্লেয়ারদের পাওয়া যাবে, আগামী কয়েক দিনের মধ্যে তাদের নিয়ে কাবুলে পুনরায় ট্রেনিং শুরু হবে। আমরা অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য একটা ম্যাচ কেন্দ্র খুঁজছি। সেটাই বিশ্বকাপের জন্য আমাদের আদর্শ প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো দেশগুলির সঙ্গে কথা বলছি। দেখা যাক কীভাবে পরিকল্পনা করা যায়।’
উল্লেখ্য, আফগানিস্তানে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেওয়ায় রশিদ খান ও মহম্মদ নবির আইপিএলে অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও বিসিসিআই সূত্রে স্বস্তির খবর মিলেছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে যে, রশিদরা আইপিএল খেলবেন না, এমন কোনও খবর তাদের কাছে নেই। সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তরফেও দুই আফগান তারকাকে টুর্নামেন্টে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।