হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে আটকে রাখে ইংল্যান্ড। তবে পালটা ব্যাট করতে নেমে তারাও দাপট দেখাতে পারেনি। একসময় ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। লিডসের দ্বিতীয় দিনে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ক্যাপ্টেন বেন স্টোকস শেষমেশ ব্রিটিশদের দু'শো রানের গণ্ডি পার করান। ইংল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৩৭ রানে।
বেন স্টোকস ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সঙ্গত কারণেই স্টোকসের অধিনায়কোচিত লড়াই নিয়ে ধন্য ধন্য রব ব্রিটিশ ক্রিকেটমহলে। তবে দরকারের সময় মার্ক উড ব্যাট হাতে দলের ইনিংসে যে কার্যকরী অবদান রাখেন, তার প্রশংসা করতেই হয়।
ইনিংসের ৪২.১ ওভারে মিচেল স্টার্কের বলে ক্রিস ওকস আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন উড। মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। স্টার্কের পরের বলেই চার এবং নিজের তৃতীয় তথা ওভারের চতুর্থ বলে ফের ছক্কা মারেন উড। ওভারের শেষ বলে ২ রান নেন তিনি। ওকসের উইকেট নেওয়া স্টার্কের সেই ওভারে ওঠে ১৮ রান, যার সবটাই আসে উডের ব্যাট থেকে।
পরের ওভারে কামিন্স বল করতে এলে শুরুতেই ১ রান নিয়ে স্টোকস ব্যাট করতে দেন উডকে। স্ট্রাইকে এসেই ছক্কা হাঁকান উড। শেষমেশ ৪৩.৪ ওভারে কামিন্সের বলে মার্শের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন মার্ক উড। সাজঘরে ফেরার আগে ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৮ বলে ২৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। আউট হওয়ার আগের ৭টি বলে উড যথাক্রমে ৬, ৪, ৬, ০, ২, ৬, ০ রান সংগ্রহ করেন। ইংল্যান্ড ১৬৭ রানে ৮ উইকেট হারায়।
স্টোকসের সঙ্গে উডের জুটি স্থায়ী হয় মোটে ৯টি বল। তাতেই ইংল্যান্ড ২৫ রান সংগ্রহ করে এবং যার মধ্যে ২৪ রান আসে উডের ব্যাট থেকে। সন্দেহ নেই ইংল্যান্ডকে লড়াইয়ে টিকিটে রাখতে বড়সড় ভূমিকা নেয় উডের এই ক্যামিও ইনিংসটি।
মার্ক উডের ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়। চোট পেয়ে ছিটকে যাওয়া ওলি পোপের বদলে হেডিংলে টেস্টে ইংল্যান্ড কোনও বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে দলে নেয়নি মইন, ওকস ও উড প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখতে পারেন বলেই। উড টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন। তাঁর এই সংক্ষিপ্ত অথচ ধ্বংসাত্মক ইনিংসটি ব্যাজবল স্টাইলের সঙ্গে এক্কেবারে মানানসই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।