হেডিংলে টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে একা লড়লেন ট্র্যাভিস হেড। লোয়ার অর্ডার ব্যাটাররা বিশেষ সহযোগিতা করতে না পারায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২২৪ রানে।
লিডসের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ইংল্যান্ড অল-আউট হয় ২৩৭ রানে। ২৬ রানের সংক্ষিপ্ত লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। হেড ১৮ ও মিচেল মার্শ ১৭ রানে নট-আউট ছিলেন।
তৃতীয় দিনে বৃষ্টির জন্য খেলা শুরু হয় অনেক দেরিতে। অস্ট্রেলিয়া তার পর থেকে খেলতে নেমে একপ্রান্ত দিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে। ট্র্যাভিস হেড ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১২ বলে ৭৭ রান করে আউট হন। স্টুয়ার্ট ব্রডের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন হেড।
মার্শ ২৮ রান করে আউট হন। ৫ রান করে মাঠ ছাড়েন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। মিচেল স্টার্ক শেষ বেলায় ১৬ রানের যোগদান রাখেন। ১ রান করে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন প্য়াট কামিন্স। দশ নম্বরে ব্যাট করতে নেমে ১১ রান করেন টড মার্ফি। স্কট বোল্যান্ড মাত্র ১টি বল খেলার সুযোগ পান। তিনি শূন্য রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৪৫ রানে ৩টি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ৬৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন ক্রিস ওকস। ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন মইন আলি। ৬৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন মার্ক উড। জো রুট ১ ওভার বল করে ৪ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকে ২৫০ রানে। সুতরাং, হেডিংলে টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫১ রানের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করে। তারা সাকুল্যে ৫ ওভার ব্যাট করে। জ্যাক ক্রলি ১১ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার মারেন। বেন ডাকেট ১৯ বলে ১৮ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার মারেন।
সুতরাং, জয়ের জন্য শেষ ২ দিনে ইংল্যান্ডের দরকার আরও ২২৪ রান। সিরিজ জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।