তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ডিন্ডিগুল ড্রাগনস এবং Ba11sy ত্রিচির মধ্যে বুধবারের জমজমাট ম্যাচে একটি বিরল দৃশ্য দেখা যায়। ব্যাটিং এবং বোলিং- দুই দলই ডিআরএস সিস্টেম ব্যবহার করে।
ত্রিচির ইনিংসের ১৩তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে আর রাজকুমার উইকেটকিপারকে ক্যাচ দেন। ফিল্ড আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দিয়েও দেন। কিন্তু ব্যাটসম্যান আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আর রাজকুমার আত্মবিশ্বাসী ছিলেন যে, তিনি আউট হননি। আসলে বল পাস করার সময় ব্যাট মাটিতে স্পর্শ করার কারণে আল্ট্রাএজে স্পাইক ধরা পড়েছে। তাই তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বাতিল করে দেন।
আরও পড়ুন: কোচ হিসেবে পন্টিংকেই রাখছে DC? পার্থ জিন্দালের কথায় মিলল ইঙ্গিত, সৌরভ কী থাকছেন?
তৃতীয় আম্পায়ার নটআউট দিলে, সঙ্গে সঙ্গে অশ্বিন ফের রিভিউ নেন। তবে তৃতীয় আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন। কারণ স্পাইকটি কেবল ব্যাট মাটিতে আঘাত করার কারণে হয়েছিল। তবে অশ্বিনের দাবি ছিল, ব্যাটের সংস্পর্শে এসেছে বলও। কিন্তু অশ্বিনের সেই দাবি খারিজ করে দেওয়া হয়। যাইহোক এ রকম ঘটনা ক্রিকেট বিশ্বে আগে কখনও দেখা যায়নি, যখন বোলিং এবং ব্যাটিং দল একই ঘটনার জন্য একই সঙ্গে রিভিউ নিচ্ছে!
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অশ্বিনকে একাদশ থেকে বাদ দিয়েছিল ভারত। যার ফলে টিম ইন্ডিয়াকে বড় সমস্যাতেও পড়তে হয়। আর এই সিদ্ধান্ত নিয়ে এখনও রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাদের সমালোচিত হতে হচ্ছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিচি। অশ্বিন ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তিনি ফেরান অধিনায়ক গঙ্গা শ্রীধর রাজুর (৪১ বলে ৪৮) পাশাপাশি ড্যারিল ফেরারিওকেও (৭ বলে ৫)। ত্রিচি ১৯.১ ওভারেই ১২০ রানে অলআউট হয়ে যায়। রাজুর ৪৮ রান ছাড়াও আর রাজকুমার ২২ বলে ৩৯ রান করেন। বাকি ব্যাটারদের অবস্থা তথৈবচ।
এ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্বাচিত না হওয়া সত্ত্বেও, বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে অশ্বিন এক নম্বর স্থান ধরে রেখেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।