দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল বুধবার বলেছেন যে, আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি আরও যোগ করেছেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের হাত ধরেই তারা দিল্লি ক্যাপিটালসের আগের গৌরব ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করবে।
পার্থ জিন্দার তাঁর টুইটে লিখেছেন, ‘@Sganguly99 এবং @RickyPonting এর হাত ধরেই @DelhiCapitals @IPL-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা ভক্তদের আশ্বস্ত করছি যে, কিরণ এবং আমি এই ফ্র্যাঞ্চাইজিটিকে একেবারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।’
এই টুইটটি থেকেই পরিষ্কার যে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিং নিজেদের দায়িত্বেই বহাল থাকবে। ফ্র্যাঞ্চাইজিটি পন্টিংকে কোচের পদ থেকে সরানো হচ্ছে না। তবে অনেকেই মনে করেছিল, এই মরশুমে আইপিএলে দিল্লির খারাপ ফর্মের পরে পন্টিংকে কোচের পদ থেকে সরানো হবে। সেই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু পার্থ জিন্দালের টুইটের পর সব জল্পনাই এখন অন্য পথে চলতে শুরু করেছে।
দিল্লি ক্যাপিটালস টিমে ২০২৩ আইপিএলে একটি তরুণ স্কোয়াড ছিল এবং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দু'টি মস্তিষ্কের উপস্থিতি সত্ত্বেও, ফ্র্যাঞ্চাইজিটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। তারা এই বছর কার্যত ল্যাজেগোবরে হয়েছে। তারা প্রথম পাঁচ ম্যাচে কোনও জয় পায়নি। ষষ্ঠ ম্যাচে গিয়ে ২০২৩ আইপিএলে তারা প্রথম জয়ের স্বাদ পায়।
আরও পড়ুন: ধোনি কি সত্যিই অবসর নিচ্ছেন? CSK-এর আবেগঘন ‘আমার অধিনায়ক’ পোস্ট নতুন জল্পনার জন্ম দিল
২০২৩ মরশুমটি দিল্লি ক্যাপিটালস ভুলে যেতে চাইবে। এই মরশুমে তারা ১৪ ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেছে। তারা নিয়মিত অধিনায়ক ঋষভ পন্তকে ছাড়াই এ বার খেলেছেন। আসলে গত বছরের ডিসেম্বরে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারাত্মক ভাবে চোট পান। যে কারণে তিনি অনির্দিষ্টকালের জন্য ২২ গজ থেকে ছিটকে গিয়েছেন। তার মধ্যে এ বার পৃথ্বী শ', ডেভিড ওয়ার্নাররাও দুরন্ত ছন্দে ছিল না। দিল্লি ক্যাপিটালস ২০২৩ আইপিএলে পুরো দল হিসেবেই ব্যর্থ হয়েছেন। তাদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এত কিছুর পরেও দিল্লি দলের ম্যানেজমেন্ট পন্টিংয়ের উপরেই কোচ হিসেবেই ভরসা রাখছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।