আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। চিনের হবে এইবারের প্রতিযোগিতা। প্রতিটি দেশ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করানোর জন্য তাদের দল পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। ভারত থেকে এইবার অনেকগুলি ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে। বিশেষ করে দীর্ঘদিন বাদে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্ট খেলবে। এছাড়াও ফুটবল, কুস্তি সহ অন্যান্য ইভেন্টগুলো তো রয়েছেই। এর সঙ্গে সঙ্গে এই প্রথমবার ভারত ৬৫০ জন ক্রীড়াবিদকে এশিয়ান গেমসে পাঠাচ্ছে। যা এখন পর্যন্তও সর্বোচ্চ।
ভারতে ক্রিকেট অনেক দিন আগে বহু অংশে জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনি ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সঙ্গে সঙ্গে অন্যান্য খেলাও ভারতে বেশ জনপ্রিয় হচ্ছে। যার ফলে সেই ইভেন্ট গুলোতে প্রতিযোগীর সংখ্যা বাড়ছে। সেই হিসেবেই ভারত এইবার সর্বোচ্চ সংখ্যক অ্যাথলেটিকে পাঠাচ্ছে। এই টুর্নামেন্ট জিতে প্রতিটি দল এবং ব্যক্তিগত ইভেন্টের খেলোয়াররা চাইবে আগামী অলিম্পিক্সে নিজেদের জায়গা নিশ্চিন্ত করতে। যদি হিসাব করে দেখা হয় তাহলে দেখা যাবে হরিয়ানা থেকে সর্বোচ্চ সংখ্যক অ্যাথলেটিক এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করছেন। সংখ্যাটা ৮৯।
এরপরেই রয়েছে মহারাষ্ট্র। পশ্চিম ভারতের এই রাজ্য থেকে এই টুর্নামেন্টে বিভিন্ন ইভেন্টে মোট ৭৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। তৃতীয় স্থানে আছে পঞ্জাব। এখান থেকে ৫০ জন ক্রীড়াবিদ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এশিয়ান গেমসে যাচ্ছেন। এরপরে একে একে রয়েছে তামিলনাড়ু,কেরল ও মনিপুর। এই রাজ্যগুলো থেকে যথাক্রমে ৪৬ ৪২ ও ৩৮ জন খেলোয়ার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গ থেকে ২৪ জন ক্রীড়াবিদ যাচ্ছেন এইবারে টুর্নামেন্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট থেকে ৯ জন ক্রীড়াবিদ থাকছেন এবারের ভারতীয় দলে। ভারত এই বছর সর্বোচ্চ সংখ্যায় ক্রীড়াবিদ পাঠালেও হতাশা জনক ভাবে ত্রিপুরা ও সিকিম থেকে কোনও খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন না।
কেন্দ্রীয় শাসিত অঞ্চল গুলোর মধ্যে দিল্লি থেকে সর্বোচ্চ সংখ্যায় ক্রীড়াবিদরা থাকছেন এশিয়ান গেমসে। ভারতের রাজধানী থেকে ৪৪ জন প্রতিযোগিতা করবেন এই টুর্নামেন্টে। জম্মু কাশ্মীর থেকে থাকবেন দুই জন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে তিনজন ক্রীড়াবিদ। এইবার এশিয়ান গেমসে জাতীয় পতাকা বহন করবেন দুই জন। হকি দলের অধিনায়ক হরমনপ্রীত ও বক্সার লভলিনা বরগোঁহাই এই দায়িত্ব পেয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।