প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে সব সময়ে মিডিয়াতে দারুণ আলোচনা হয়ে থাকে। এবার কোহলির সঙ্গে গম্ভীর সম্পর্ক নিয়ে জনসাধারণের মধ্যে এত আগ্রহের কারণ হিসাবে মিডিয়ার ভূমিকাকেই তুলে ধরেছেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের বর্তমান মেন্টরের মতে মিডিয়া নাকি টিআরপি পাওয়ার জন্য তাদের ছবিকে এভাবে তুলে ধরে থাকেন।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলের টার্গেটে প্রীতম কোটাল! মোহনবাগানের ‘ঘরের ছেলে’ কি লাল হলুদে নাম লেখাবেন?
চলতি আইপিএল-এ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স দলের অনুশীলনের সময় বেশ কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথা বলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। তবে এই সবই ছিল দৃ্শ্যপট। দুই তারকাই কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল তা নিয়ে কোনও মন্তব্য করেননি। অবশেষে কোহলির সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি ইস্যুতে গৌতম গম্ভীর বলেছেন, ‘বিরাট কোহলি একেবারে সঠিক বলেছেন যে 'আমরা একে অপরকে জড়িয়ে ধরেছি, লোকেরা আর তাদের আলোচনার মশলা পাচ্ছে না। তাদের কোনও ধারণা নেই এবং আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কেমন। তারা কেবল প্রচার তৈরি করে, তারা লাইমলাইট চায়। আসলে এই জিনিসগুলি থেকেই যে টিআরপি তৈরি হয় বলে।’
আসলে অতীতের যাবতীয় তিক্ততা ও বিতর্ক ভুলে একে অপরের কাছাকাছি এসেছিলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। চিন্নাস্বামী দেখেছিল দুই জনের সম্পর্কের সম্পূর্ণ অন্যচিত্র। এই সময়ে কোহলি ও গম্ভীর খুবই কাছাকাছি এসেছিলেন। সেই সময়ে তাদের মধ্যে আর কোনও বাগ বিতন্ডা হয়নি। বরং এ তাদের মধ্যে এক দারুণ মুহূর্ত উপহার পেয়েছিল ক্রিকেট বিশ্ব। জলপানের বিরতিতে মাঠে প্রবেশ করেছিলেন গম্ভীর। গম্ভীর কোহলির কাছে চলে গেলেন এবং দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরেন এবং একে অপরের সঙ্গে নানা কথা বললেন। এরপরে ইডেনেও সেই একই ছবি দেখা গিয়েছিল। দুজনের সাক্ষাতে কী কথা হয়েছিল এই বিষয়ে প্রশ্ন করা হলে গম্ভীর জানান তিনি নাকি বিরাটের থেকে নাচের স্টেপ শিখতে চান। নাইটদের মেন্টর বলেন, ‘আমি চাইলেও একটুও নাচতে পারিনান। তাই বিরাটের কাছ থেকে যদি আমাকে কিছু শিখতে হয়, সেটা হবে তার নাচের তাল।’
আরও পড়ুন… হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন বিসমাহ মারুফ
তবে ২০২৩ সালের আইপিএলের অন্যতম চর্চার বিষয় ছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্কে রসায়ন। সেই সময়ে দুই তারকাকে সব সময়ে একে অপরের বিরুদ্ধে দেখা গিয়েছিল। তারা সব সময়ে বিবাদ ও সমালোচনার মধ্যে জড়িয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে দুই তারকা সম্পর্কের সমীকরণ। কোথায় সেই তপ্ত বিবাদ, এখন তো বিরাট ও গম্ভীরের মধ্যে বন্ধুত্বের নতুন অধ্যায় লেখা হচ্ছে।