শুভব্রত মুখার্জি
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংস হোক বা মেলবোর্ন টেস্টের প্রথম় ইনিংস, দুটি ক্ষেত্রেই অল্পের জন্য নিজের অর্ধশতরান সম্পূর্ণ করতে পারেননি অজি ব্যাটিংয়ের অন্যতম ভরসা মার্নাস ল্যাবুশান। বক্সিং ডে টেস্টে অজিদের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৯৫ রানে। যার মধ্যে ল্যাবুশান করেন ৪৮ রান। ভারতীয়দের আগ্রাসী বোলিংয়ের সামনে দ্বিতীয় টেস্টে ধরাশায়ী হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং।
স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে শূন্য রান করেন। মার্নাস ল্যাবুশানের ব্যাটিংয়ের জন্যই অস্ট্রেলিয়া একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছয়।
ল্যাবুশান ১৩২ বলে ৪৮ করে লেগ ফ্লিক করে মহম্মদ সিরাজের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে বোর্ডে ৩৬ রান করেছে। ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে লাবুশান বলেন, ‘ভালো খেলা উচিত ছিল। অন্তত তিনটে উইকেট এমন আউট হয়েছে, যেগুলো আউট হওয়া উচিত হয়নি।’
তিনি আরও জানান, 'ভারতীয় বোলাররা একেবারে উইকেট টু উইকেট বল করেছে। আমরা অফ সাইডে একবারেই শট খেলতে পারছিলাম না। ওদের বোলাররা নতুন ভাবনাচিন্তা করে আমাদের চাপে রেখেছিল। আমাকেও ১৩০টি বল খেলতে হয়েছে। এ ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা সবসময় পছন্দ করি।’
ল্যাবুশানের মতে মেলবোর্নের পিচ তাঁর অচেনা লেগেছে। তার মতে, ‘ম্যাচের মাঝেও আমরা পিচ নিয়ে কথা বলছিলাম। ভারতের বোলিং লাইন-আপ খুব ভালো। আজ যে রকম স্যুইং দেখলাম, আগে কোনওদিন এমসিজিতে দেখিনি। দ্বিতীয় ইনিংসে আমাদের বড় রান করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।