আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার তাঁরা আইপিএলে শীর্ষ রয়েছেন। এক নম্বর দলের মতোই অবশ্য খেলছেন সুনীল নারিন- আন্দ্রে রাসেলরা। ঝড়ের গতিতে ব্যাটিং করছে নাইট ওপেনাররা। গৌতম গম্ভীর দলের মেন্টর পদে আসার পর থেকেই যেন ছন্দ পেয়েছে গোটা নাইট ব্রিগেড। সামনে আর কয়েকটা ম্যাচ জিততে পারলেই এক দশকের অপেক্ষার অবসান ঘটবে। ফের বাংলায় আসবে আইপিএল ট্রফি। দশ বছর আগে এমনই এক লোকসভা ভোটের আবহে দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই ফের কলকাতায় ট্রফি আসুক, চাইছে ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে প্রকাশ হয়ে গেল মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের ক্রীড়াসূচি। আইপিএলের মতোই অন্য দেশের ফ্র্যাঞ্জাইলি লিগেও অংশ নিয়ে থাকে শাহরুখ খানের নাইট রাইডার্স। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও খেলে নাইট রাইডার্স দল।
আরও পড়ুন-IPL 2024- ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক?
এমএলসিতে নাইট রাইডার্স দলের অধিনায়ক সুনীল নারিন। এবারের আইপিএলে যিনি অনবদ্য ছন্দে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট লিগ দেখে মনে হতে পারে আইপিএলেরই ক্ষুদ্ধ সংস্করণ, কারণ সেখানেও রয়েছে ভারতের মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজির দলও। অবশ্য আইপিএলের সাফল্য দেখেই বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করে।
আরও পড়ুন-IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান
টি২০ বিশ্বকাপের পরই শুরু হয়ে যাচ্ছে এমএলসি, একঝলকে নাইটদের সূচি-
৫ জুলাই, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের প্রতিপক্ষ টেক্সাস সুপার কিংস
৭ জুলাই নাইটদের সামনে সান ফ্রানসিস্কো ইউনিকর্নস
৯ জুলাই নাইটদের প্রতিপক্ষ সিটল অর্কাস
১৩ জুলাই সুনীল নারিনদের প্রতিপক্ষ সান ফ্রানসিস্কো ইউনিকর্নস
১৪ জুলাই নাইটদের মুখোমুখি ওয়াশিংটন ফ্রিডম
১৭ জুলাই নাইটদের সামনে সিটল অর্কাস
২১ জুলাই নাইট রাইডার্সের প্রতিপক্ষ এমআই নিউ ইয়র্ক
আরও পড়ুন-IPL 2024- শেষ সময় এসে মরণ কামড় দিল্লির, ম্যাচ জিতিয়ে কি বলছেন কুলদীপ?
২৮ জুলাই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মেজর লিগ ক্রিকেটে প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় এমআই নিউ ইয়র্ক। তবে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল যে ছন্দে খেলছে, তাতে মেজর লিগ ক্রিকেটে তাঁরা যে ফেভারিট হিসেবেই মাঠে নামবে তা বলাই যায়। কারণ অবশ্যই দলের দুই তারকা অলরাউন্ডারের দুরন্ত ছন্দে থাকা। আইপিএলে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপের দৌড়ে রয়েছেন সুনীল নারিন। রাসেল সেই দৌড়ে অতটা জোরালোভাবে না থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ছন্দেই থাকছেন, যা স্বস্তি দিচ্ছে কিং খানের ফ্র্যাঞ্চাইজিকে।