নয়ডার সেক্টর ১৩৭ লোটাস ৩০০। সেই আবাসনের লিফটে একটি ভয়াবহ ঘটনা হয়েছে। সেই ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে যে একটি লিফটের দরজা খোলার পরেই এক কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে একটি কুকুর। এরপরই আতঙ্কে পিছিয়ে যায় ওই কিশোরী।
সেই ভিডিয়োতে দেখা যায় ওই কিশোরী রীতিমতো কাঁপতে শুরু করে। অপর একজন ব্যক্তিকে দেখা যায় ওই কুকুরকে তাড়িয়ে দিতে। এরপর তিনি ওই কুকুরটিকে লিফট থেকে কোনওরকমে বের করে দেন। এরপরই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এরপরই সেই কুকুরটি আবার লিফটের ভেতর ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু লিফটের দরজা বন্ধ হয়ে যেতেই সেটা শেষ পর্যন্ত বেরিয়ে যেতে পারেনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে সেই মেয়েটি আতঙ্কে একেবারে কাঁপছে। তার হাতটি সে বার বার দেখছে।
তবে কুকুরটা যদি শেষ পর্যন্ত লিফটের মধ্যে ঢুকে যেত তবে বিরাট বিপদ হতে পারত। অল্পের জন্য় বেঁচে গিয়েছে ওই কিশোরী।
এদিকে এবারই এই ধরনের ঘটনা প্রথম হল এমনটা নয়। এর আগেও দেখা গিয়েছে পোষা কুকুরও ঝাঁপিয়ে পড়ছে আবাসিকদের উপর।