HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > BENG vs HP Ranji Trophy: ঢাল হয়ে দাঁড়িয়ে প্রশান্ত, সহজ হবে না বাংলার জয়ের লড়াই

BENG vs HP Ranji Trophy: ঢাল হয়ে দাঁড়িয়ে প্রশান্ত, সহজ হবে না বাংলার জয়ের লড়াই

Bengal vs Himachal Pradesh Ranji Trophy 2022-23 Day 3 Live Score: জয়ের জন্য হিমাচলপ্রদেশের সামনে ৪৭২ রানের বিশাল লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেন মনোজ তিওয়ারিরা।

সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার। ছবি- সিএবি।

ইডেনে শক্তিশালী উত্তরপ্রদেশের বিরুদ্ধে লড়াকু জয় দিয়ে রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছে বাংলা। এবার ঘরের মাঠেই তারা লড়াই চালাচ্ছে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ঈশ্বরন এখনও জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন। ফলে এই ম্য়াচেও বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারির। বাংলা অবশ্য চোটের জন্য এই ম্য়াচে পায়নি পেসার প্রীতম চক্রবর্তীকে। তাঁর পরিবর্তে বাংলার জার্সিতে রঞ্জি অভিষেক হয় রবিকান্ত সিংয়ের, যিনি ২০১২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।

22 Dec 2022, 04:29 PM IST

তৃতীয় দিনের খেলা শেষ

জয়ের জন্য ৪৭২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা হিমাচলপ্রদেশ তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলেছে। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য আরও ৩৯৩ রান দরকার তাদের। হাতে রয়েছে ৯টি উইকেট। ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন প্রশান্ত চোপড়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ১৭ রান করে নট-আউট থাকেন অঙ্কিত। বোঝাই যাচ্ছে যে, শেষ দিনে সহজ হবে না বাংলার সরাসরি জয়ের লড়াই। জিততে বাংলাকে তুলে নিতে হবে হিমাচলের ৯টি উইকেট।

22 Dec 2022, 03:54 PM IST

৫০ টপকাল হিমাচল

২০ ওভার শেষে হিমাচল শেষ ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে। ৫৫ বলে ৩৩ রান করেছেন প্রশান্ত চোপড়া। ১১ বলে ৩ রান করেছেন অঙ্কিত। ৫টি চার মেরেছেন প্রশান্ত।

22 Dec 2022, 03:35 PM IST

রান-আউট রাঘব

১৬.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রাঘব ধাওয়ান। ৫৫ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। হিমাচলপ্রদেশ ৪৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত কলসি।

22 Dec 2022, 03:18 PM IST

ভিত গড়ছেন প্রশান্ত

১৩.৩ ওভারে হিমাচলপ্রদেশ শেষ ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে। ২৫ রানে ব্যাট করছেন প্রশান্ত চোপড়া। ৯ রান করেছেন রাঘব ধাওয়ান।

22 Dec 2022, 02:50 PM IST

সতর্ক শুরু হিমাচলের

৭ ওভার শেষে হিমাচলের স্কোর বিনা উইকেটে ২২ রান। রাঘব ধাওয়ান ৮ রানে ব্যাট করছেন। প্রশান্ত চোপড়া করেছেন ১৩ রান। রাঘব ১টি ও প্রশান্ত ৩টি চার মেরেছেন।

22 Dec 2022, 02:24 PM IST

রান তাড়া শুরু হিমাচলের

হিমাচলের হয়ে শেষ ইনিংসে ওপেন করতে নামেন রাঘব ধাওয়ান ও প্রশান্ত চোপড়া। বোলিং শুরু করেন ইশান পোড়েল। প্রথম ওভারে ৪ রান ওঠে।

22 Dec 2022, 02:07 PM IST

চায়ের বিরতি, ব্যাট ছাড়ল বাংলা

বাংলা ৭৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯১ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। বাংলা ব্যাট ছেড়ে দেওয়া মাত্রই তৃতীয় দিনের চায়ের বিরতিতে ঘোষিত হয়। শাহবাজ আহমেদ ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। মারেন ১টি ছক্কা। ১৬ বলে ১১ রান করে নট-আউট থাকেন অভিষেক দাস। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ৪৭১ রানে এগিয়ে থাকে বাংলা। সুতরাং, ম্যাচ জিততে হিমাচলপ্রদেশের দরকার ৪৭২ রান।

22 Dec 2022, 01:36 PM IST

সেঞ্চুরি করে আউট সুদীপ ঘরামি

১২টি বাউন্ডারির সাহায্যে ১৬৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন সুদীপ ঘরামি। তার পরেই তিনি আউট হয়ে বসেন। ৬৮.৩ ওভারে সিদ্ধার্থ শর্মার বলে কলসির হাতে ধরা পড়েন সুদীপ। ১৬৬ বলে ১০১ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলা দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।

22 Dec 2022, 01:31 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট মনোজ

৫টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মনোজ তিওয়ারি। শেষে ৬৭.৩ ওভারে মায়াঙ্ক ডাগরের বলে বশিষ্টর হাতে ধরা পড়েন বাংলা দলনায়ক। ৮৩ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন মনোজ। বাংলা দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।

22 Dec 2022, 01:03 PM IST

বাংলার লিড ছাড়াল ৪০০

৬১ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার সংগ্রহ ৩ উইকেটে ২২৩ রান। ১৮৮ বলে ৮৩ রান করে অপরাজিত রয়েছেন সুদীপ ঘরামি। তিনি ১১টি চার মেরেছেন। ৬১ বলে ৩৪ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ৪টি চার মেরেছেন। বাংলার হাতে লিড রয়েছে ২০৩ রানের।

22 Dec 2022, 12:35 PM IST

২০০ টপকাল বাংলা

৫৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ২০৫ রান। ১৩২ বলে ৭১ রান করেছেন সুদীপ ঘরামি। মেরেছেন ৯টি চার। ৩৭ বলে ২৮ রান করেছেন মনোজ তিওয়ারি। মেরেছেন ৪টি চার। বাংলার হাতে লিড রয়েছে ৩৮৫ রানের। 

22 Dec 2022, 11:40 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

তৃতীয় দিনের লাঞ্চে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলেছে। ১১৫ বলে ৬৮ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ৯টি চার মেরেছেন। ২৪ বলে ১৯ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ৩টি চার মেরেছেন। প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলা এগিয়ে রয়েছে ৩৬৫ রানে।

22 Dec 2022, 11:18 AM IST

৩৫০ ছাড়াল বাংলার লিড

দ্বিতীয় ইনিংসে ৪৬.১ ওভার ব্যাট করে বাংলা ৩ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। সুদীপ ঘরামি ৫৯ ও মনোজ তিওয়ারি ১৭ রানে ব্যাট করছেন। সুতরাং বাংলার হাতে লিড রয়েছে ৩৫৪ রানের।

22 Dec 2022, 10:56 AM IST

অনুষ্টুপ আউট

৪১.৩ ওভারে সিদ্ধার্থ শর্মার বলে ঠাকুরের হাতে ধরা পড়েন অনুষ্টুপ মজুমদার। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৩৮ রান করেন তিনি। বাংলা ১৫০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।

22 Dec 2022, 10:38 AM IST

হাফ-সেঞ্চুরি সুদীপের

৬টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সুদীপ ঘরামি। ৩৮ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ১৪১ রান। সুদীপ ৫১ ও অনুষ্টুপ ৩১ রানে ব্যাট করছেন।

22 Dec 2022, 10:15 AM IST

বাংলার লিড ছাড়াল ৩০০

দ্বিতীয় ইনিংসে বাংলা ৩৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলেছে। সুদীপ ঘরামি ৪৫ ও অনুষ্টুপ মজুমদার ২৩ রানে ব্যাট করছেন। বাংলার হাতে লিড রয়েছে ৩০৭ রানের।

22 Dec 2022, 09:37 AM IST

কৌশিক ঘোষ আউট

তৃতীয় দিনের শুরুতেই কৌশিক ঘোষের উইকেট হারাল বাংলা। ২৫.১ ওভারে ঋষি ধাওয়ানের বলে তাঁর হাতেই ধরা দিয়ে সাজঘরে ফেরেন কৌশিক। ৭৭ বলে ২৩ রান করেন তিনি। মারেন ২টি চার। বাংলা ৯৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার। ২৭ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ২ উইকেটে ১০১ রান। ৪০ রানে ব্যাট করছেন সুদীপ ঘরামি।

22 Dec 2022, 08:29 AM IST

হিমাচলকে বড় রানের টার্গেট দিতে চলেছে বাংলা

প্রথম ইনিংসের ১৮০ রানের লিড মিলিয়ে বাংলা এখনই এগিয়ে রয়েছে ২৬৯ রানে। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট। সুতরাং, তৃতীয় দিনে হিমাচলপ্রদেশের সামনে নিশ্চিতভাবেই বড় রানের টার্গেট ঝুলিয়ে দিতে চলেছেন মনোজ তিওয়ারিরা।

22 Dec 2022, 08:18 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলা গত দিনের ৩১০ রানের মাথায় প্রথম ইনিংস শেষ করে। অনুষ্টুপ মজুমদার ১৫৯ রানে আউট হন। ৫ উইকেট নেন হিমাচলের সিদ্ধার্থ শর্মা। পালটা ব্যাট করতে নেমে হিমাচল দ্বিতীয় দিনেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৩০ রানে। ৭১ রান করে অপরাজিত থাকেন প্রশান্ত চোপড়া। শাহবাজ আহমেদ ৫টি উইকেট নেন। প্রথম ইনিংসের নিরিখে ১৮০ রানে এগিয়ে থেকে বাংলা দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে। দ্বিতীয় দিনের শেষে তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৯ রান তোলে। কৌশিক ঘোষ ২১ ও সুদীপ ঘরামি ৩২ রানে অপরাজিত থাকেন।

22 Dec 2022, 08:18 AM IST

প্রথম দিনের স্কোর

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা একসময় লাঞ্চের আগেই ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা প্রথম দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ৩১০ রান তুলে। শাহবাজ আহমেদ ৪৯ রান করে আউট হন। আকাশ দীপ ৩৪ রান করে সাজঘরে ফেরেন।

Latest News

দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর ওড়িশায় মনোনয়নপত্র জমা দিলেন নবীন পট্টনায়ক ও ধর্মেন্দ্র প্রধান অস্ত্রোপচার করিয়ে দৃষ্টি হারাতে হারাতে বাঁচলেন রাঘব, কিন্তু কি এই ভিট্রেক্টমি? ধর্মেন্দ্রর জন্যই অ্যানিম্যালে ববির অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা! কীভাবে? ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি, যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন কুস্তিগীররা করণকে না! স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ এর অফার পেয়েও কেন ফিরিয়ে দিলেন অঙ্কিতা? বিজেপির হয়ে কাজ করার নির্দেশ IAS, IPS-দের, বিস্ফোরক অভিযোগ মমতার, ফোন করছে কে? শুক্রবার হাই-মাদ্রাসা, ফাজিল, আলিমের ফলপ্রকাশ! কখন, কোথায় ও কীভাবে দেখতে হবে? টাকা দিয়ে টিকিট কেটেও শান্তি নেই, সামান্য জলও দেওয়া হচ্ছে না! ভাইরাল ক্লিপ স্মৃতি-শেফালির জুটিতেই কুপোকাত বাংলাদেশ! ২ ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত

Latest IPL News

দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.