ইংল্যান্ডে অনুষ্ঠিত চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছে। বাইশ গজে ইতিহাস সৃষ্টি করেছেন হ্যাম্পশায়ারের খেলোয়াড় লিয়াম ডসন। এই অলরাউন্ডার ১৯০১ সালের পর হ্যাম্পশায়ারের প্রথম খেলোয়াড় যিনি একটি ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন এবং পরে বল হাতে ১০টি বা তার বেশি উইকেট শিকার করেছেন। হ্যাম্পশায়ারের চতুর্থ খেলোয়াড় হিসেবে এমনটি করেছেন তিনি। কাউন্টি ক্রিকেটের ইতিহাসে ১২২ বছর পর আবার এমন ঘটনা ঘটল।
মিডলসেক্সের বিরুদ্ধে খেলায়, ডসন ছয় নম্বরে নেমে ১৪১ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। বোলিং করতে গিয়ে ডসন প্রথম ইনিংসে নেন ৬টি উইকেট। এরপর ফলোঅনে আসা মিডলসেক্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে ফের ৬টি উইকেট নিয়ে ইতিহাস গড়েন ডসন।
এই ম্যাচে বল হাতে ১৩০ রান খরচ করে মোট ১২ উইকেট নিয়েছেন লিয়াম ডসন। নিজের ক্যারিয়ার সেরা পারফরমেন্স করে ডসন একটা স্পেশাল হ্যাম্পশায়ার ক্লাবে যোগ দিয়েছেন। ১৯০১ সালে আর্থার রিডলি, ফ্রান্সিস লেসি এবং চার্লি লেভেলিনের সঙ্গে হ্যাম্পশায়ার বিশেষ ক্লাবে জায়গা পেয়েছেন লিয়াম ডসন। নয় বছর আগে চ্যাম্পিয়নশিপে এই কৃতিত্বটি অর্জন করেছিলেন ওরচেস্টারশায়ারের জ্যাক চ্যানট্রি। তিনি ছিলেন শেষ খেলোয়াড় যিনি এই রেকর্ড অর্জন করেছিলেন।
ম্যাচের কথা বললে স্বাগতিক হ্যাম্পশায়ার এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এবং মিডলসেক্সকে তিন দিনের মধ্যে ইনিংস এবং ৬১ রানে পরাজিত করেছিল। প্রথমে ব্যাট করে ৪১৯ রান করে হ্যাম্পশায়ার। জবাবে মিডলসেক্স দল প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায়। যেখানে দ্বিতীয় ইনিংসে ২০৮ রান করে অল আউট হয় মিডলসেক্স। এভাবে ইনিংস ও ৬১ রানে ম্যাচ জিতে নেয় হ্যাম্পশায়ার।
এই ম্যাচে লিয়াম ডসনের ইনিংসের কথা বললে, প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৩২১ মিনিট ব্যাট করে মোট ২৪৭ বল খেলে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি। পরে ডি কায়েসের বলে হিগিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপরে বল হাতে প্রথম ইনিংসে ২২ ওভার বল করে ৪০ রান দিয়ে ছয় উইকেট শিকার করেন তিনি। এরপরে দ্বিতীয় ইনিংসে বল করতে এসে ২৩ ওভার বল করে ৯০ রান দিয়ে ফের ৬ উইকেট নেন লিয়াম ডসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।