আইপিএলের আগে ছন্দে থাকার ইঙ্গিত দিলেন সুনীল নারিন। যদিও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে জেতাতে পারলেন না তারকা অল-রাউন্ডার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে উদ্বোধনী ম্যাচে ৯ রানে হারতে হল টিকেআর-কে।
টস জিতে নাইট অধিনায়ক পোলার্ড প্রথমে ব্যাট করতে ডাকেন গায়ানাকে। শিমরন হেতমায়েরের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ভর করে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪২ রান তোলে। হেতমায়ের ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৪ রান করেন। এছাড়া ওডিন স্মিথ ২৪ ও ক্যাপ্টেন নিকোলাস পুরান ১২ রানের যোগদান রাখেন।
সুনীল নারিন ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন আকিল হোসেন। ১টি করে উইকেট দখল করনে জয়ডেন সিলস, রবি রামপাল ও ইসুরু উদানা।
জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৩ রানে আটকে যায়। নারিন ২০, কলিন মুনরো ১৩, টিম সেফার্ত ২৩, রামদিন ২৮, পোলার্ড ২ ও আকিল ২২ রান করেন।
১৫ রানে ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। ইমরান তাহির নেন ১২ রানে ২ উইকেট। ওডিন স্মিথ ১০ রানে ২টি উইকেট পকেটে পোরেন। ১টি উইকেট নিয়েছেন হাফিজ। ম্যাচের সেরা হয়েছেন স্মিথ।