শুভব্রত মুখার্জি: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন ভারতীয় জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে বাংলার অনুর্ধ্ব-১৯ দলের কোচ নির্বাচিত করা হল। প্রায় এক মাস ধরেই এই বিষয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার সিএবির তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য বাংলার এই প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান ভারতের হয়ে ৪ টেস্ট ম্যাচেও খেলেছেন। এছাড়াও তিনি ৯৫ টি প্রথম শ্রেনীর ম্যাচ, ৯৮ টি লিস্ট-এ ম্যাচে খেলেছেন। উল্লেখ্য দেবাং গান্ধীর পাশাপাশি বর্তমান সিএবি নির্বাচক এবং প্রাক্তন বাংলার রঞ্জি ক্রিকেটার শুভময় দাসও এই কোচ হওয়ার দৌড়ে ছিলেন।
উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই বাংলা দলের প্রাক্তন অফস্পিনার এবং অনুর্ধ্ব -২৩ কোচ সৌরাশিস লাহিড়ীকে তার কোচ হিসেবে ভাল পারফরম্যান্স এবং সাফল্যের কারণে সিনিয়র দলের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দলের প্রধান কোচ অরুন লালকে সব রকমভাবে সহায়তা করবেন। সিনিয়র দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার আরেক প্রাক্তন পেসার শিবশঙ্কর পালকে।
দেবাং গান্ধীর নিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান 'আন্তর্জাতিক ক্রিকেটে একজন ওপেনার হিসেবে দেবাং দায়িত্ব সামলেছে। বাংলার হয়েও উনি অসাধারণ এক ক্রিকেটার ছিলেন। ওনাকে বাংলার অনুর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে পেয়ে আমরা গর্বিত। ওনার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের পজিটিভ মনোভাব নিয়ে ক্রিকেট খেলতে সাহায্য করবে।'
নতুন দায়িত্ব নেওয়ার পরে দেবাং গান্ধী জানান 'এটা আমার দ্বিতীয়বার বাড়িতে ফেরার মতন। তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করার মজাটাই আলাদা। এটা আমার কাছে একটা নয়া চ্যালেঞ্জ। আমার কাছে এটা বড় সুযোগ তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য তৈরি করা। আমি আমার এই নতুন ভূমিকা পালনের জন্য মুখিয়ে রয়েছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।