২৪ সেপ্টেম্বর ১৯৭৭ - ভারতীয় ফুটবলের ইতিহাসের অবিস্মরণীয় দিন। মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমসের হয়ে ম্যাচ খেলেছিলেন ফুটবল সম্রাট পেলে। সেই ঐতিহাসিক ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। সেই ইডেন বিশেষ সম্মান জানাবে কিংবদন্তি ফুটবলারকে।
ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের ম্যাচ বসতে চলেছে ইডেনে। আর সেই ম্যাচেই পেলেকে সম্মান জানাবে সিএবি। মোহনবাগানের বিরুদ্ধে পেলের খেলা সেই ম্যাচের কয়েকটি ছবি ইডেনের জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হবে।
জানা গিয়েছে, সেই ঐতিহাসিক ম্যাচে মোহনবাগানের হয়ে খেলা ফুটবলার যাঁরা এখনও জীবিত রয়েছেন, তাঁদের মাঠে আনার চেষ্টা করছে সিএবি। সিএবির এক কর্তা বলেন, ‘অনেক চেষ্টা করে ওই ম্যাচের কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। পেলে কলকাতায় এসে এই মাঠেই খেলেছেন। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো তা জানেন না। সেইসব ছবি তুলে ধরা হবে। ম্যাচের মাঝে কোনও একটা সময় কিংবদন্তি পেলেকে সম্মান জানানো হবে। ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনেকের কাছে এই তথ্য নতুন হতে পারে।’
উল্লেখ্য, পেলের মৃতদেহ কবর দেওয়ার পরে তাঁর ক্লাব স্যান্টোস সম্মান জানায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। আকাশে ড্রোনের মাধ্যমে পেলের বিশ্বকাপ জয়, তাঁর গোলের সংখ্যা-সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ইডেনেও অভিনবভাবে ফুটবল সম্রাটকে সম্মান জানাতে চলেছে। ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওডিআইয়ের প্রস্তুতি দেখতে মঙ্গলবার ইডেনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ ইডেনে থাকেন তিনি। মাঠেও নামতে দেখা যায় তাঁকে।
ছয় বছর পর ইডেনে ওডিআই ক্রিকেটের আসর বসতে চলেছে। মাঝে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করলেও বহুবছর পর ওডিআই বসছে ইডেনে। ২০২৩ বিশ্বকাপের আগে সম্ভবত এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করছে ইডেন। এই ম্যাচে কোনওরকম খামতি রাখতে চাইছে না সিএবি। কারণ চলতি বছর ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপ। আর এই ম্যাচ সাফল্যের সঙ্গে আয়োজন করতে পারলেই বিশ্বকাপে বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে সিএবি। তাই এই ম্যাচকে ঘিরে ক্রিকেটের নন্দন কাননকে ঢেলে সাজানো হয়েছে।
শুধু তাই নয়, এই ম্যাচে অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো। এই ম্যাচে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আইকনিক ইডেনের ঘণ্টা বাজাবেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।