আমদাবাদের বাসিন্দা আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় মাধউইন কামাথের বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা দায়ের করা হয়েছে। এই টেনিস তারকার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক যুবতী। নির্যাতিতা পুলিশকে বলেছেন যে মাধউইন কামাথ তাঁর একটি ছবিতে এসকর্ট গার্ল লিখে শহরে পোস্টারিং করেছেন, যা পরে সিসিটিভি ফুটেজে দেখাও গিয়েছে। মাধউইন কামাথের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন সেই যুবতী। জানা গিয়েছে মাধউইন কামাথ মেয়েটির ছবি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে এডিট করে পোস্টার তৈরি করেন। তারপর এসকর্ট সার্ভিস লিখে নীচে তার মোবাইল নম্বর দিয়ে দিয়েছিলেন। এরপর সেটিকে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেন। মেয়েটি পোস্টার সম্পর্কে জানতে পারে যখন একজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে ফোন করেন এবং তাঁকে এসকর্ট সার্ভিসের জন্য বলেন।
আরও পড়ুন… হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন বিসমাহ মারুফ
নির্যাতিতার বয়স মাত্র ২১ বছর এবং তিনি একজন BA-র ছাত্রী। নির্যাতিতা জানিয়েছেন, গত ২০ দিন ধরে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল আসছিল। যেখানে ফোনকারী তাঁকে এসকর্ট গার্ল ডেকে উত্যক্ত করছিলেন। ইনস্টাগ্রাম থেকে মেয়েটির ছবি ডাউনলোড করে একটি পোস্টার তৈরি করা হয়েছে। এই পোস্টারে তাঁর ছবি ও মোবাইল নম্বর নীচে লেখা ছিল ‘কল গার্ল ফর এন্টারটেইনমেন্ট’।
আরও পড়ুন… প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক DC-র ব্যাটিং কোচ প্রবীণ আমরে
মাধউইন কামাথের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা দায়ের করা হয়েছে-
এরপরই সেই যুবতী সাইবার ক্রাইম সেলে অভিযোগ করেন। যেখানে পোস্টার লাগানো হয়েছে, সেখান থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। একটি সিসিটিভি ফুটেজে স্কুটারে চড়ে এক যুবককে পোস্টার লাগাতে দেখা গেছে। যখন এই ফুটেজটি মেয়েটিকে দেখানো হয়েছিল, তখন সে অবাক হয়ে গিয়েছিল, কারণ যে যুবকটি পোস্টারটি লাগাছিলেন তার নাম মাধউইন কামাথ, যিনি একজন আন্তর্জাতিক টেনিস খেলোয়াড়।
আরও পড়ুন… IPL 2024: CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু
মাধউইন কামাথ বর্তমানে একটি টেনিস টুর্নামেন্ট খেলতে ফ্রান্সে রয়েছেন। ফেরার পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে মাধউইন যে এই অপরাধ করছেন তার তথ্য ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এমন পরিস্থিতিতে মাধউইন কামাথ নিজের গ্রেফতার এড়ানোর চেষ্টা করবেন। তবে আমদাবাদ সাইবার ক্রাইম ঘটনাটিকে হালকা ভাবে নিতে চাইছে না। কামাথের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চাইছে তাঁরা।
আরও পড়ুন… আন্দ্রে রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু ওঝা
ভারতে ফেরার পর গ্রেফতার করা হবে মাধউইন কামাথকে
এই বিষয়ে আমদাবাদ সাইবার ক্রাইম অফিসার বলেছেন যে সিসিটিভি এই মামলার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। ভুক্তভোগী মেয়েটির সঙ্গে তার পরিচয় রয়েছে, তাই কোনও শত্রুতার জের ধরে মেয়েটিকে অপদস্থ করার জন্য সে এমনটি করে থাকতে পারেন। তবে ভারতের ফেরার পরেই মাধউইন কামাথকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। সে কারণেই ভারতে এলেই গ্রেফতার হতে পারেন ভারতের আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় মাধউইন কামাথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।