বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মেসির অবসরের পরে আর্জেন্তিনা দলে আর দেখা যাবে না ১০ নম্বরের নীল-সাদা জার্সি!

মেসির অবসরের পরে আর্জেন্তিনা দলে আর দেখা যাবে না ১০ নম্বরের নীল-সাদা জার্সি!

আর্জেন্তিনার জার্সি গায়ে লিওনেল মেসি (ছবি-REUTERS)

Lionel Messi number 10 jersey: এবার লিওনেল মেসির সম্মানে ১০ নম্বর জার্সিকে তুলে রাখতে চায় আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্তিনার বর্তমান অধিনায়ক অবসর নিলেই তাঁর জার্সিকে অবসরে পাঠানোর কথা বলেছে আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন। এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া।

Retire Lionel Messi number 10 jersey: ধোনির সঙ্গে যেটা হয়েছিল এবার সেটাই হতে চলেছে লিওনেল মেসির সঙ্গে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে মহেন্দ্র সিংহ ধোনির ৭ নম্বর জার্সি আর কেউ কখনও পরতে পারবে না। একই ধরনের সিদ্ধান্ত নিল আর্জেন্তিনা ফুটবল সংস্থা। লিওনেল মেসির ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। মেসি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জার্সির নম্বরটিকেও অবসর দিতে চায় তারা। তবে ফিফা কী বলে সেটাই দেখার।

ফুটবল বিশ্বে দশ নম্বর জার্সির মাহাত্ম্যটাই যেন আলাদা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে থেকে মারাদোনা সকলের গায়েই উঠেছে ১০ নম্বর জার্সি। কোনও ফুটবলার যদি ১০ নম্বর জার্সি পরে মাঠে নামে তাহলে তাঁকে বিশেষ বলে ভাবা হয়ে থাকে। কারণ এই ১০ নম্বরটাই তাঁকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিংবদন্তি ফুটবলারদের গায়ে উঠেছে দশ নম্বর জার্সি। ইতালির রবার্তো বাজ্জিও বা ফ্রান্সিসকো টট্টি, ব্রাজিলের রোনাল্ডিনহো-কাকা, ফ্রান্সের মিশেল প্লাতিনি আর জিনেদিন জিদান নিজেদের দেশ বা ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতেই খেলতেন তাঁরা।

পেলের পর দশের মাহাত্ম্য অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মারাদোনা। ১৯৮৬ সালে তার জাদুকরী পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্তিনা। মারাদোনার অবসরের পরে আর্জেন্তিনার অনেকেই এই ১০ নম্বর জার্সি গায়ে তুলছিলেন তবে আর্জেন্তিনার ১০ নম্বরটাকে মেসি অন্য জায়গায় নিয়ে যান। মারাদোনার অবসরের পর সম্মান দেখিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কিন্তু ২০০২ বিশ্বকাপে অ্যারিয়েল ওর্তেগা আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন। এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রান্দোনার ইচ্ছাতে বাদ সাধে ফিফা। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সরাসরি জানিয়ে দেয় নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে। মারাদোনা-ওর্তেগার সেই জার্সির মালিক পরে হয়েছেন লিওনেল মেসি। রোজারিও থেকে উঠে আসা এই ফুটবলারকে তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার বলা হয়।

৩৬ বছর পর মেসির হাত ধরেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা। মেসি নিজেও ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে গিয়েছেন সব কিংবদন্তিকেই। এবার তার সম্মানে ১০ নম্বর জার্সিকে তুলে রাখতে চায় আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন।আর্জেন্তিনার বর্তমান অধিনায়ক অবসর নিলেই তাঁর জার্সিকে অবসরে পাঠানোর কথা বলেছে আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন। এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া।

আর্জেন্তিনার এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, ‘মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেব না। তাঁর সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তাঁর জন্য করতেই পারি।’ আর্জেন্তিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন লিওনেল মেসি। তাঁর অধীনেই ২৮ বছর পর কোপা আমেরিকা এবং ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্তিনা। মেসি নিজে ৭ বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন। জয় করেছেন ৮টি ব্যালন ডি’ অর। তবে তাপিয়ার এমন সিদ্ধান্ত ফিফার সবুজ সংকেত পাবে কিনা, সেটাই দেখার বিষয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঝাড়লণ্ঠনে সাজানো গোটা প্রবেশপথ!রাজকীয় পরিবেশে জমেছিল তাপসী-ম্যাথিয়াসের সঙ্গীত চন্দন-গোলাপের পাপড়ি দিয়ে মেকআপ!তুমি আশেপাশে থাকলের গল্প দেখে হেসে খুন নেটপাড়া মূল সিগন্যাল লাল হলেও এগোচ্ছে লোকাল ট্রেন! শিয়ালদায় বিপদের শঙ্কায় নিত্যযাত্রীরা বিয়েতে স্ত্রীকে উপহার দিলেন ইমরান খানের ছবি! বরের কাণ্ড ব্যাপক ভাইরাল T20 বিশ্বকাপের দল ঘোষণা নেপালের, নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল মাখোমাখো প্রেম নাকি হালকা ঝগড়া? কী হবে আজ? কী বলছে আজকের প্রেম রাশিফল শুরু হতে না হতেই শেষ! দেড় মাসেই থামছে কপিল শর্মা শো, শেষদিনে অর্চনা লিখলেন কী? জল্পনার অবসান, রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধী, আমেঠিতে কংগ্রেস প্রার্থী কে? IPL 2024-র ৫০ ম্যাচের শেষে সব থেকে বেশি ছয় মেরেছেন কারা? সেরা ১০-এ তিন SRH তারকা ফল খেলেই ঘুচে যাবে রক্তাল্পতা! হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখতে কী করবেন? জানুন

Latest IPL News

IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.