শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম স্কিলফুল ফুটবলার রেনেডি সিং। ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র বাইচুং ভুটিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সময়ে খেলেছেন তিনি। খেলা ছাড়ার পরে গত মরশুমেও ইস্টবেঙ্গলের প্রথমে সহকারি কোচ হিসেবে এবং পরবর্তীতে অন্তর্বতীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। এবার ইস্টবেঙ্গলের প্রাক্তনীর হাতেই সহকারী কোচের দায়িত্ব তুলে দিল বেঙ্গালুরু এফসি। দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাইমন গ্রেসন। তাঁর সহকারী হিসেবেই ২০২৩-২৪ মরশুমে কাজ করবেন রেনেডি সিং।
আরও পড়ুন: আইজল থেকে আসা তরুণ ফুল ফোটাচ্ছেন, তাঁর একমাত্র গোলেই কলকাতা লিগের দ্বিতীয় জয় মহমেডানের
প্রসঙ্গত গত সুপার কাপে খুব একটা ভালো ফল করেনি বেঙ্গালুরু এফসি। এরপর থেকেই নতুন করে দল গঠনের কাজে মনোযোগ দেয় বেঙ্গালুরু এফসি।গত মরশুমে এটিকে মোহনবাগানে খেলা তারকা ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচকে আগেই সই করিয়েছিল সাইমনের দল। যা ছিল অন্যতম বড় চমক। গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল সাইমনের সহকারী হিসেবে বেঙ্গালুরু দলে যোগ দিচ্ছেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার রেনেডি সিং। বাস্তবে ঘটলও তাই। বেঙ্গালুরু এফসির স্যোশাল সাইট থেকে ঘোষণা করা হয়, সহকারী কোচ হিসেবে রেনেডি সিংয়ের নাম। আসন্ন তিনটি ফুটবল মরশুমের জন্য সহকারী কোচ হিসেবে দলের দায়িত্ব নিচ্ছেন রেনেডি সিং। এক কথায় যা বিরাট বড় চমক। উল্লেখ্য, ইস্টবেঙ্গলে ২০২১-২২ মরশুমে দলের অন্তবর্তীকালীন দায়িত্ব সামলেছিলেন তিনি।
আরও পড়ুন: সাহালের সঙ্গে ৫ বছরের চুক্তি মোহনবাগানের, কেরল তারকা এখন থেকেই ডার্বির ভাবনায় ডুবে
নয়া চুক্তি প্রসঙ্গে বলতে গিয়ে রেনেডি সিং বলেন, ‘ভারতীয় ফুটবলে এই ক্লাব (বেঙ্গালুরু) পেশাদারিত্বকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। আমি মুখিয়ে রয়েছি তাদের এই সফরের অংশীদার হতে। আমি প্রি সিজনেই দলের সঙ্গে যোগ দেব। আরও একটি মরশুম আমাদের কাছে সফল হতে চলেছে ধরে নিয়েই আমরা কঠোর অনুশীলন করব।’ প্রসঙ্গত, ২০১৫ সালে খেলা থেকে অবসর নিয়েছেন রেনেডি সিং। মোহনবাগান, ইস্টবেঙ্গল, শিলং লাজংয়ের মতন শক্তিশালী দলগুলোতে খেলেছেন তিনি। জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ৭২ টি ম্যাচ খেলেছেন। ১৯৯৮-২০১১ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন। ২০০৫ এবং ২০১১ সালে দু'বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের হয়ে। এছাড়াও দু'বার নেহেরু গোল্ড কাপ এবং একবার এএফসি চ্যালেঞ্জ কাপ জিতেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।