বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL Transfer News: সাহালের সঙ্গে ৫ বছরের চুক্তি মোহনবাগানের, কেরল তারকা এখন থেকেই ডার্বির ভাবনায় ডুবে

ISL Transfer News: সাহালের সঙ্গে ৫ বছরের চুক্তি মোহনবাগানের, কেরল তারকা এখন থেকেই ডার্বির ভাবনায় ডুবে

সাহাল আব্দুল সামাদ।

কেরালা ব্লাস্টার্স ছাড়া নিয়ে অবশ্য দোটানায় ছিলেন সামাদ। শেষ পর্যন্ত বাগানের প্রস্তাব তিনি ফেরাতে পারেননি। বর্তমানে ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ সামাদ। দেশের জার্সিতে ৩০টি ম্যাচ খেলেছেন। তিনটে গোল রয়েছে। প্রতিভাবান প্লে-মেকার যোগ দেওয়ায় সবুজ মেরুনের মাঝমাঠের শক্তি আরও বাড়ল।

বেশ কয়েক দিন ধরেই চর্চা চলছিল। আর সিলমোহরও পড়ে গিয়েছিল বৃহস্পতিবারই। প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্স যাচ্ছেন। আগামী ৩ বছর তিনি কেরালার হয়েই খেলবেন। অন্যদিকে প্রীতমের বদলে ৫ বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন সাহাল আব্দুল সামাদ। আসলে সোয়াপ ডিলে দুই ফুটবলারের মধ্যে অদলবদল করা হয়েছে।

শুক্রবার সকালেই চুক্তিপত্রে সই করেন কেরলের কান্নুরের ফুটবলার। দিন দুয়েক আগেই ব্যাডমিন্টন তারকা রেজার সঙ্গে বিয়ে হয়েছে সামাদের। জীবনের নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি এ বার নতুন ক্লাবের জার্সিতেও দেখা যাবে তাঁকে।

সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল এতিহাদ ফুটবল অ্যাকাডেমিতে চার বছর ট্রেনিং নেওয়ার পর কেরল ব্লাস্টার্সে যোগ দেন ২৬ বছরের ফুটবলার। সিনিয়র দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। ১০টি গোল করেছেন।

কেরালা ব্লাস্টার্স ছাড়া নিয়ে অবশ্য দোটানায় ছিলেন সামাদ। শেষ পর্যন্ত বাগানের প্রস্তাব তিনি ফেরাতে পারেননি। বর্তমানে ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ সামাদ। দেশের জার্সিতে ৩০টি ম্যাচ খেলেছেন। তিনটে গোল রয়েছে। প্রতিভাবান প্লে-মেকার যোগ দেওয়ায় সবুজ মেরুনের মাঝমাঠের শক্তি আরও বাড়ল।

চুক্তিতে সই করার পরেই সামাদ বলেছেন, ‘মোহনবাগানের জার্সি পরে খেলবে ভেবেই গর্ব অনুভব করছি। সতীর্থদের কাছে শুনেছি, সবুজ-মেরুন জার্সি পরে খেলার আবেগটাই আলাদা।’ আর মোহনবাগানে সই করেই তিনি কিন্তু ডার্বি নিয়ে নিজের আবেগের কথাও জানিয়ে দিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে হয়তো ১২ অগস্ট ডুরান্ডের ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। মরশুমে প্রথম ডার্বি খেলার জন্য ছটফট করছেন সামাদ। বলেও দেন, ‘কলকাতার ডার্বিকে তো এল ক্লাসিকোর সঙ্গে তুলনা করা হয়। ডার্বির সময়ে স্টেডিয়ামে কী অবস্থা হয় সেটা টিভিতে দেখেছি। কখনও গ্যালারিতে বসে ডার্বি দেখিনি। খেলারও সুযোগ পাইনি। সবুজ মেরুন জার্সিতে সেই ম্যাচ খেলতে নামব ভেবে দারুণ লাগছে। স্টেডিয়াম ভর্তি সমর্থক, আমাদের টিমের জন্য গলা ফাটাবে। মাঠে নেমে জয়ের ভাবনা ছাড়া কখনও কিছু মাথায় আসেনি। আর ডার্বিতেও সেই ভাবনাই ধরে রাখতে চাই।’

দু’দিন আগেই বিয়ে হয়েছে সামাদের। মোহনবাগানে যোগ দেওয়াটা বিয়ের উপহার হিসেবেই দেখছেন তিনি। বলেওছেন, ‘দু’দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। মোহনবাগানের সঙ্গে এই চুক্তি আমার কাছে বিয়ের সেরা উপহার। মোহনবাগান এ বার দেশের সেরা দল তৈরি করেছে। দু’জন বিশ্বকাপার, একজন ইউরোজয়ী খেলোয়াড়ের সঙ্গে খেলব। জাতীয় দলের পাঁচ-ছ’জন ফুটবলার রয়েছে। দেশের হয়ে এ বছরই তিনটে আন্তর্জাতিক ট্রফি জিতেছি। এখনও আইএসএল জিততে পারিনি। মোহনবাগানের হয়ে আইএসএল জিততে চাই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘তাড়াতাড়ি যেন..’, বিয়ের আগেই উঠল বাচ্চার কথা! লজ্জায় লাল আদৃতের হবু বউ 'কম্পিউটারের বিরোধিতা' অতীত, AI দিয়ে বুদ্ধদেবের ভিডিয়ো বার্তা প্রচারে আনল সিপিএম IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB ১০ মে'র ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত-মলদ্বীপের চতুর্থ দফায় TMCর ৮র মধ্যে ৩ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল কেস, BJPর অঙ্ক কত Video:মহিলাকে চড় মারার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে, সাফাইয়ে কী বললেন? শুধু রায়বেরেলি নয়, উত্তরপ্রদেশের একাধিক আসনে এবার দাঁড়াচ্ছেন পরের প্রজন্ম বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা গাছ, একধাক্কায় উৎপাদন কমেছে ৫০ লক্ষ কেজি পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, এবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বিমল, বিনয় চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL

Latest IPL News

IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.