বেশ কয়েক দিন ধরেই চর্চা চলছিল। আর সিলমোহরও পড়ে গিয়েছিল বৃহস্পতিবারই। প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্স যাচ্ছেন। আগামী ৩ বছর তিনি কেরালার হয়েই খেলবেন। অন্যদিকে প্রীতমের বদলে ৫ বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন সাহাল আব্দুল সামাদ। আসলে সোয়াপ ডিলে দুই ফুটবলারের মধ্যে অদলবদল করা হয়েছে।
শুক্রবার সকালেই চুক্তিপত্রে সই করেন কেরলের কান্নুরের ফুটবলার। দিন দুয়েক আগেই ব্যাডমিন্টন তারকা রেজার সঙ্গে বিয়ে হয়েছে সামাদের। জীবনের নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি এ বার নতুন ক্লাবের জার্সিতেও দেখা যাবে তাঁকে।
সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল এতিহাদ ফুটবল অ্যাকাডেমিতে চার বছর ট্রেনিং নেওয়ার পর কেরল ব্লাস্টার্সে যোগ দেন ২৬ বছরের ফুটবলার। সিনিয়র দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। ১০টি গোল করেছেন।
কেরালা ব্লাস্টার্স ছাড়া নিয়ে অবশ্য দোটানায় ছিলেন সামাদ। শেষ পর্যন্ত বাগানের প্রস্তাব তিনি ফেরাতে পারেননি। বর্তমানে ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ সামাদ। দেশের জার্সিতে ৩০টি ম্যাচ খেলেছেন। তিনটে গোল রয়েছে। প্রতিভাবান প্লে-মেকার যোগ দেওয়ায় সবুজ মেরুনের মাঝমাঠের শক্তি আরও বাড়ল।
চুক্তিতে সই করার পরেই সামাদ বলেছেন, ‘মোহনবাগানের জার্সি পরে খেলবে ভেবেই গর্ব অনুভব করছি। সতীর্থদের কাছে শুনেছি, সবুজ-মেরুন জার্সি পরে খেলার আবেগটাই আলাদা।’ আর মোহনবাগানে সই করেই তিনি কিন্তু ডার্বি নিয়ে নিজের আবেগের কথাও জানিয়ে দিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে হয়তো ১২ অগস্ট ডুরান্ডের ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। মরশুমে প্রথম ডার্বি খেলার জন্য ছটফট করছেন সামাদ। বলেও দেন, ‘কলকাতার ডার্বিকে তো এল ক্লাসিকোর সঙ্গে তুলনা করা হয়। ডার্বির সময়ে স্টেডিয়ামে কী অবস্থা হয় সেটা টিভিতে দেখেছি। কখনও গ্যালারিতে বসে ডার্বি দেখিনি। খেলারও সুযোগ পাইনি। সবুজ মেরুন জার্সিতে সেই ম্যাচ খেলতে নামব ভেবে দারুণ লাগছে। স্টেডিয়াম ভর্তি সমর্থক, আমাদের টিমের জন্য গলা ফাটাবে। মাঠে নেমে জয়ের ভাবনা ছাড়া কখনও কিছু মাথায় আসেনি। আর ডার্বিতেও সেই ভাবনাই ধরে রাখতে চাই।’
দু’দিন আগেই বিয়ে হয়েছে সামাদের। মোহনবাগানে যোগ দেওয়াটা বিয়ের উপহার হিসেবেই দেখছেন তিনি। বলেওছেন, ‘দু’দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। মোহনবাগানের সঙ্গে এই চুক্তি আমার কাছে বিয়ের সেরা উপহার। মোহনবাগান এ বার দেশের সেরা দল তৈরি করেছে। দু’জন বিশ্বকাপার, একজন ইউরোজয়ী খেলোয়াড়ের সঙ্গে খেলব। জাতীয় দলের পাঁচ-ছ’জন ফুটবলার রয়েছে। দেশের হয়ে এ বছরই তিনটে আন্তর্জাতিক ট্রফি জিতেছি। এখনও আইএসএল জিততে পারিনি। মোহনবাগানের হয়ে আইএসএল জিততে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।