চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কোন দল কার মুখোমুখি হতে চলেছে তা ঠিক হয়ে গেল শুক্রবার। এদিন সুইৎজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। আর সেখানে ঠিক হয়ে যায় কোন দল কার বিরুদ্ধে খেলতে নামবে। রিয়াল মাদ্রিদ ও নেপোলির কোয়ার্টার ফাইনালে ওঠার মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই।
এবার শেষ আটের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে দেখা যাবে চেলসিকে। অন্যদিকে বেনফিসা খেলতে নামবে ইন্টার মিলানের বিরুদ্ধে। এবং ম্যাঞ্চেস্টার সিটি খেলতে নামবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। দুর্দান্ত ম্যাচ দেখতে চলেছে গোটা ফুটবল বিশ্ব। অন্যদিকে এসি মিলান তাঁর প্রতিপক্ষ নাপোলি। আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।
তবে প্রি কোয়ার্টার ফাইনালে ইংলিশ প্রতিপক্ষ পায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টসদের সামনে দাঁড়াতেই পারেনি লিভারপুল। ১৪ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচ হেরে বিদায় নিতে হয় লিভারপুলকে। একই সঙ্গে বায়ার্ন মিউনিখও পায় কঠিন প্রতিপক্ষ। কিন্তু পিএসজিকে সহজেই তারা হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। মেসি,নেইমাররা সেই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়।
এখন এটাই দেখায় বিষয়, এই ৮টি দলের মধ্যে থেকে কোনও চারটি দল জায়গা করে নেয় সেমি ফাইনালে। অন্যদিকে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সর্বশেষ ট্রফি জেতে ২০০৭ সালে। আর ইন্টার মিলান সর্বশেষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ২০১০ সালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। এবার ফের চ্য়াম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে সক্ষম হয় কিনা এসি মিলান সেটাই দেখার বিষয়।
এই চ্য়াম্পিয়ন্স লিগে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে আসা দল হল রিয়াল মাদ্রিদ। রিয়ালের ১৪ বার খেতাব জয়ের রেকর্ড রয়েছে। সবচেয়ে বেশি চ্যাম্পয়ন হয়েছে রিয়ালই। ফলে প্রি কোয়ার্টার ফাইনালে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে চেলসি। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল চাইবে এবারও সেই ধারা বজায় রাখতে। তবে চেলসিও যে ছেড়ে কথা বলবে না তা বলার অপেক্ষা রাখে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।