বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কারও পা চাটতে ভারতে আসিনি- ক্লাব বনাম দেশ যুদ্ধে বোমা ফাটালেন স্টিম্যাচ

কারও পা চাটতে ভারতে আসিনি- ক্লাব বনাম দেশ যুদ্ধে বোমা ফাটালেন স্টিম্যাচ

ইগর স্টিম্যাচ।

ফুটবলার ছাড়া নিয়ে বহু বার ক্লাবগুলির কাছে অনুরোধ জানিয়েছেন স্টিম্যাচ। কিন্তু ক্লাবগুলি কোনও ভাবেই রাজি হয়নি। তাদের যুক্তি, ফিফা ক্যালেন্ডারে বাইরে জাতীয় দলের ক্যাম্প আয়োজিত হচ্ছে। তাই তারা খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয়। এখন দেশ বনাম ক্লাব যুদ্ধে উত্তাল ভারতের ফুটবল মহল।

সামনেই এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার এবং এশিয়ান কাপ। একের পর এক মেগা টুর্নামেন্ট রয়েছে। অথচ তার আগে জাতীয় দলের শিবিরের জন্য ফুটবলার ছাড়তে অনিচ্ছুক অধিকাংশ আইএসএল ফ্র্যাঞ্চাইজিই। এমন পরিস্থিতিতে সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিম্যাচ এবার বোমা ফাটালেনষ পরিষ্কার বলে দিলেন, ‘কারও পা চাটতে ভারতে আসিনি, সত্যি বলতে ভয় পাই না।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ক্রোয়েশিয়ার প্রাক্তন ডিফেন্ডার এবং বর্তমান ভারতের ফুটবল টিমের কোচ। তিনি বলেছেন, ‘কারও পা চাটতে ভারতে আসিনি। সত্যি কথা বলতে ভয় পাই না। আমার ভাষা প্রয়োগের জন্য মার্জনা করবেন। তবে আমি সত্যি ভারতে কারও পা চাটতে আসিনি। যদি ভারত আমার সাহায্য চায়, তাহলে সত্যি বলতে আমি দ্বিধাবোধ করব না। ওরা এই সমস্যা কাটানোর উদ্যোগ নিয়ে আমাকে সাহায্য করতে পারে। অথবা আমাকে বলতে পারে, আমরা কোনও পরিবর্তন করতে পারব না, তুমি বাড়ি যাও। আমি আনন্দের সাথে বাড়ি ফিরে যাব এবং আমরা বন্ধুই থাকব।’

তিনি আরও যোগ করেছেন, ‘ভারতে বিশ্বের সেরা মস্তিষ্করা রয়েছে। এখন আমাকে বলা হচ্ছে, ক্যালেন্ডারে সামান্য রদবদল ঘটিয়ে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতে ব্যর্থ। নাকি অন্য কিছু স্বার্থ আছে? এটা বলতে আমার কোনও সমস্যা নেই, কারণ এটাই সত্যি। যে আমাকে ভুল প্রমাণ করতে চায়, আমার সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে পারে এবং বলতে পারে মূল সমস্যা কী?’

ভারতীয় দলের জন্য প্লেয়ার ছাড়া নিয়েই চলছে বিতর্ক। এই নিয়ে শীর্ষ-স্তরের ক্লাব এবং জাতীয় টিম ম্যানেজমেন্টের মধ্যে প্রবল বিবাদের মাঝেই স্টিম্যাচের মন্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে।

আগামী সপ্তাহ থেকেই ভারতের জাতীয় দলের ঠাঁসা ক্রীড়াসূচি। থাইল্যাণ্ডে কিংস কাপে খেলতে হবে জাতীয় দলকে। তার পর এশিয়ার অনূর্ধ্ব-২৩ কোয়ালিফায়ার খেলতে হবে চিনে। এছাড়াও ১৯ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস খেলতে নামবে টিম ইন্ডিয়া। অক্টোবরে মালয়েশিয়ার মেরডেকা কাপ, ২০২৬ বিশ্বকাপ এবং এশিয়ান গেমসের যুগ্ম কোয়ালিফায়ার ম্যাচও খেলবে ভারত।

কিন্তু তার আগে এত বাধা যে, আর চুপ করে থাকতে পারেননি স্টিম্যাচ। ভারতের যুব দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। তবে অর্ধেকের বেশি প্লেয়ার এখন শিবিরে যোগ দেননি। যুব দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা জানিয়েছেন, ২৫ জনের ক্যাম্পে মাত্র ১২ জন যোগ দিয়েছেন। ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি এখনও ফুটবলারদের পাঠায়নি। এমনিতেই ক্লাবের আপত্তিতে এক দফায় ক্যাম্প পিছিয়ে গিয়েছে। তার পরে এখনও সেই পরিস্থিতির সুরাহা হয়নি।

এদিকে ক্লাবগুলির যুক্তি, ফিফা ক্যালেন্ডারে বাইরে জাতীয় দলের ক্যাম্প আয়োজিত হচ্ছে। তাই তারা খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয়। স্টিম্যাচ এই মুহুর্তে ক্রোয়েশিয়ায় আছেন। এবং ২ সেপ্টেম্বর কিংস কাপের জন্য থাইল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। তবে তিনি আশঙ্কা করছেন যে, এশিয়ান গেমস এবং পরে এশিয়ান কাপের জন্য একই রকম পরিস্থিতি তৈরি হবে।

স্টিম্যাচ বলেছেন, ‘বড় সমস্যার মুখে পড়তে চলেছি আমরা। কাউকে দোষারোপ করছি না। তবে ফেডারেশনে এর জন্য আমরা দায়ী নই। করোনা অতিমারীর জন্য এশিয়ান গেমস এবং এশিয়ান কাপ স্থগিত হয়ে গিয়েছিল। এখন কোনও রকম আলোচনা ছাড়াই হঠাৎ ক্যালেন্ডারের মাঝামাঝি এই টুর্নামেন্ট ফেলা হয়েছে। তাই অধিকাংশ দেশেই কোচ, ক্লাবের সঙ্গে এই সমস্যা রয়ে গিয়েছে। তবে আমার ধারণা, অধিকাংশ দেশেই ক্লাব, জাতীয় দল নিয়ে একটা সমাধানসূত্র বের করা গিয়েছে। আর আমরা এখনও বলে চলেছি, এটা করতে পারব না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওয়েডিং রিংয়ের সঙ্গে শাঁখার তুলনা! বিতর্কিত মন্তব্যের পর মমতাকে কটাক্ষ তসলিমার বহরমপুরের আইসিকে সরালো কমিশন, অধীরের অভিযোগের পরই পদক্ষেপ সামনে এল রাজভবনের সিসি ফুটেজ, কী আছে তাতে? ওসির ঘরে ঢুকলেন মহিলা তারপর কী হল… ডোমজুরে রাস্তায় মারধর ‘সাথী’র নায়িকাকে! তোলাবাজদের বিরুদ্ধে হাইকোর্টে অনুমিতা গরমে দই খেলে কী হয়? এই ৫টি পয়েন্ট সব সময়ে মনে রাখুন বিরল রোগ ২০ মাসের খুদের, ফ্রি'তে ১৭.৫ কোটি টাকার থেরাপি বাংলার সরকারি হাসপাতালে ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার জীবন কঠিন হয়ে পড়েছে? নিজেকে শান্ত রাখতে মাথায় রাখুন এই মোক্ষম ১০ টিপ্স এক সপ্তাহের মধ্যেই শেষ পানেসারের রাজনৈতিক কেরিয়ার! প্রার্থী পদ প্রত্যাহার করলেন ‘‌বিরোধী দল হিসেবে তৃণমূলের ধৈর্য প্রশংসনীয়’‌, কাঁথির বৈঠকে শুভেন্দুর মন্তব্য

Latest IPL News

ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার IPL 2024-ক্রিকেট ছেড়ে অন্য ভূমিকায় কামিন্স! হঠাৎ নাচলেন বলিউডের গানে-ভিডিয়ো জন্মদিনে কামিন্সের জন্য গান সমর্থকদের, পাল্টা জয় উপহার দিলেন অধিনায়ক- ভিডিয়ো ম্যাচের পর কেএল রাহুলকে বকা সঞ্জীব গোয়েঙ্কার,পাল্টা দিলেন প্রাক্তন নাইট ডিরেক্টর ICC ODI WC 2023-এর ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান IPL 2024: MI ব্যর্থতার কারণ কি হার্দিকের নেতৃত্বের কৌশল! প্রশ্নের মুখে পান্ডিয়া স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস! যুবি পাজি ধন্যবাদ- দুরন্ত ইনিংস খেলে যুবরাজ সিংকে কৃতিত্ব দিলেন অভিষেক শর্মা! SRK-কে দেখে শিখুন গোয়েঙ্কা! KL-কে ‘ঝাড়’ দেওয়ায় বলল নেটপাড়া, ফিরল ধোনির স্মৃতি T20 WC 2024-র পাওয়ার প্লেতেও দেখা যাবে এমন ঝোড়ো ব্যাটিং! ট্র্যাভিসের হুঙ্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.