ডুরান্ড কাপ ২০২৩ এর সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ম্যাচটি ইস্টবেঙ্গল জিতলেও, ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মেঘে ঢেকে গিয়েছিল লাল হলুদের আকাশ। কারণ নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র ভক্তদের উপর একটি হিংসাত্মক হামলার খবর প্রকাশিত হয়েছিল। ইস্টবেঙ্গল এফসি-এর সেমিফাইনাল জয়ের পর লাল হলুদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র ভক্তদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল।
এর ফলে ফের কলঙ্কিত হল বাংলা ফুটবল। ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এএফসি। সেই ম্যাচেই একটা সময়ে পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, সেখান থেকে লড়াই ফেরে তারা এবং তারপর টাইব্রেকারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। তবে এতটুকু সব ঠিকঠাকই ছিল, তবে এরপরেই শুরু হয়েছে বিতর্ক। আসলে এই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে ম্যাচ চলাকালীন কীভাবে ইস্টবেঙ্গল সমর্থকেরা মাঠে উপস্থিত নর্থইস্টের সমর্থকদের উপর চড়াও হচ্ছে। আসলে অভিযোগ উঠেছে এই সময়ে ইস্টবেঙ্গল সমর্থকরা নর্থইস্ট ফ্যানদের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করেছে। এছাড়াও নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে লাল হলুদ সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার পরে ময়দানে শোরগোল পড়ে যায় এবং ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
নর্থইস্ট ইউনাইটেড এফসি পুরো ঘটনাটি মেনে নিয়েছে। তারা জানিয়েছে তাদের সমর্থকদের সঙ্গে যুবভারতীতে এমনটা হয়েছে। তবে এই বিষয়টিকে তারা লজ্জাজনক আক্ষা দিয়েছে। এর পাশাপাশি তারা ভারতীয় আর্মিকে ধন্যবাদ জানিয়ছেন। আসলে এদিন আর্মির কারণে নর্থইস্টের সমর্থকেরা মাঠ থেকে বেরিয়ে আসতে পারেন। তবে এই ঘটনার নিন্দা করে নিজের সমর্থকদের পাশে দাঁড়িয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে তারা এই বিষয়টি ফুটবলের উচ্চ সংস্থার কাছে তুলে ধরেছে। এখন দেখার ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কিমবা ডুরান্ড কমিটি কোনও পদক্ষেপ নেয় কিনা।
এদিকে ইস্টবেঙ্গলের তরফ থেকে সোশ্যাল মিডিয়া মারফৎ একটি অফিসিয়াল বার্তা এসেছে। যেখানে তারা বলেছে যে ইস্টবেঙ্গল সব ধরনের বর্ণবাদের নিন্দা করে। তারা জানিয়েছে ফুটবল এমন একটা খেলা যার মাধ্যমে সকলে এক হয়ে থাকে সেই ফুটবলে বৈষম্যের কোনও জায়গা নেই। তবে এই বলে ইস্টবেঙ্গল কর্তারা তাদের সমর্থকদের একহাত নিয়েছেন। তবে এই বার্তায় আদৌ কোনও ফল হয় কিনা সেটাই এখন দেখার।
আসলে ইস্টবেঙ্গলের ফুটবলাররা যে রাতে গর্ব উপহার দিলেন। সেই গর্বকে কলঙ্কের দিকে ঠেলে দিল ইস্টবেঙ্গলের বেশ কিছু সমর্থক। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় টাইব্রেকারে স্মরণীয় জয় পাওয়ার পরেই ইস্টবেঙ্গল সমর্থকরা যুবভারতীকে কলঙ্কিত করলেন সঙ্গে বাংলা ফুটবলকেও ছোটও করলেন। আসলে অভিযোগ উঠেছে এই সময়ে তারা নর্থইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করেছে। এছাড়াও নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে লাল হলুদ সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার পরে ময়দানে শোরগোল পড়ে যায় এবং ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।