বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > এরিয়ানের কাছে পয়েন্ট নষ্ট করে CFL-এর দৌড়ে পিছল ইস্টবেঙ্গল, এগিয়ে মহমেডান

এরিয়ানের কাছে পয়েন্ট নষ্ট করে CFL-এর দৌড়ে পিছল ইস্টবেঙ্গল, এগিয়ে মহমেডান

চলছে ইস্টবেঙ্গল ও এরিয়ানের লড়াই (ছবি-আইএফএ)

আইএসএলে পরপর দুটি ম্য়াচ হারতে হয়েছে স্টিফেন কনস্টেনটাইনের দলকে। শনিবার নৈহাটি স্টেডিয়ামে এবার কলকাতা লিগে আটকে গেল এরিয়ানের কাছে। পুজোর আগে বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সেই ম্যাচই অনুষ্ঠিত হল শনিবার। তবে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না লাল-হলুদ ব্রিগেড।

চলতি মরশুমে এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের। আইএসএল হোক আর কলকাতা লিগ। চলতি মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য যেন কোনও পথেই আসছে না। কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না ইস্টবেঙ্গল। আইএসএলে পরপর দুটি ম্য়াচ হারতে হয়েছে স্টিফেন কনস্টেনটাইনের দলকে। শনিবার নৈহাটি স্টেডিয়ামে তারা আটকে গেল এরিয়ানের কাছে। পুজোর আগে বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সেই ম্যাচই অনুষ্ঠিত হল শনিবার। তবে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না লাল-হলুদ ব্রিগেড।

কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে ক্রমশই পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল। শনিবার নৈহাটি স্টেডিয়ামে এরিয়ানের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বিন জর্জের দলকে। কলকাতা লিগে পরপর দুটি ম্য়াচে জয়ের স্বাদ পেল না লাল-হলুদ ব্রিগেড। তবে দুটি ম্য়াচ ড্র করল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন… Women's Asia Cup 2022: নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন দীপ্তি? টুর্নামেন্টের সেরা হয়েই দিলেন উত্তর

খিদিরপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্য়াচে জয়ের লক্ষ্য় নিয়েই নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। ম্য়াচের শুরু থেকেই দুই দলকে রক্ষণকে মজবুত রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। ম্য়াচের প্রথমার্ধে গোলের মুখও খুলে ফেলে বিনু জর্জের ছেলেরা। ম্য়াচের ৩৯ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন জেসিন টিকে। ডান প্রান্ত থেকে পাওয়া বল জালে জড়াতে খুব একটা ভুল করেনি জেসিন। ১ গোলের লিড ধরে রেখেই বিরততে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এরিয়ানের অমরনাথ বাস্কে গোল করেন। মূল দল হোক বা রিজার্ভ দল, সব জায়গাতেই ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বল অবস্থা ক্রমশ প্রকাশ পাচ্ছে। এরিয়ানের অরিত্র গোল করার জায়গায় পৌঁছে যান। তাঁর থেকে পাস পেয়ে গোল করেন অমরনাথ। গোল খেয়েও ইস্টবেঙ্গলকে এদিন জ্বলে উঠতে দেখা গেল না। জয়ের মরিয়া প্রচেষ্টা না দেখে অবাক সমর্থকরাও। এরপর আর গোল করার মত তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। কোনওমতে ১-১ গোলের সমতায় ম্য়াচ শেষ হয়।

আরও পড়ুন… T20 WC 2022-এর আগে উঠল বিরাট কোহলিকে গ্রেফতারের দাবি! জেনে নিন আসল বিষয়টা কী?

এই ড্রয়ের ফলে কলকাতা লিগের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। কারণ পরপর দুটি ম্য়াচ ড্র করায় অ্য়াডভান্টেজ পেয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। কারণ এরিয়ানের বিরদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল সাদা-কালো ব্রিগেড। লড়াইয়ে থাকতে হলে এই ম্য়াচ থেকে জয় দরকার ছিল ইস্টবেঙ্গলের।

বন্ধ করুন