এমিলিয়ানো মার্টিনেজের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি কলকাতা। বিশ্বকাপজয়ী তারকা ফুটবলারের স্পর্শ পেয়ে উত্তেজিত মোহনবাগানের কর্মকর্তা থেকে সমর্থক সকলেই। এর আগে দিয়াগো মারাদোনা এখন এমিলিয়ানো। তারকা ফুটবলাররা বিভিন্ন সময় এসেছে মোহনবাগান তাঁবুতে। সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনা ছুয়ে গিয়েছে তাদেরকেও। এর ব্যতিক্রম ঘটেনি এমিলিয়ানোর ক্ষেত্রে। সমর্থক ক্লাব কর্তাদের উচ্ছ্বাস। গ্যালারি জুড়ে ভিড়। এই সব কিছু যেমন তিনি উপভোগ করেছেন। তার সঙ্গে সঙ্গে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জন্য নিজের সই করা জার্সি রেখে যেতে ভোলেননি।
কাতার বিশ্বকাপে বিশ্বকাপ সহ সোনার হাত জয়ী গোলকিপারকে দেখতে সাধারণ মানুষের যে ভিড় থাকবে তা শুরু থেকেই আঁচ করেছিল আয়োজক থেকে কর্মকর্তারা। হয়েছেও তাই। আর তাই নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যায় কর্মকর্তারা। তবে আয়োজকদের এই চাপ নিজেই কাটিয়ে দেন মেসির প্রিয় ডিবু। সেই সময় তিনি বলেন, 'চাপ নেওয়ার কিছু নেই। সমর্থকরা যদি এমন ভালোবাসার অত্যাচার নাই করে তাহলে আমরা কি খেললাম। এইরকম ভিড়ের সঙ্গে আমরা অভ্যস্ত। এটাই আমার ভালো লাগে।'
মোহনবাগান মাঠে যখন মার্টিনেজ প্রবেশ করে তখন চিৎকার করে ওঠে মোহনবাগানের সমর্থকরা। মাঠে উপস্থিত জনতার ভিড় উপভোগ করতে থাকেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে শুরুতে তিনি মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে আগ্রহী ছিলেন না। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাকে সেই ম্যাচের ভিডিয়ো দেখানো হলে মন ঘুরে যায় তাঁর। এত ব্যস্ততা। ভিড় সামলানো। দীর্ঘযাত্রা করে কলকাতায় পৌঁছানোর পর ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলতে ভুলে যায়নি এমিলিয়ানো।
সবকিছু মিটে যাবার পর প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে জিজ্ঞাসা করেন, ভারতে এখন ফুটবল স্টার প্লেয়ার কে? উত্তরে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর নাম বলা হয়। আর সঙ্গে সঙ্গে দেরি না করে একটা জার্সিতে ভারতীয় সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রীর নাম লিখে সেখানে নিজের সই করে দিয়ে যান এমিলিয়ানাে। বলে যান এটা সুনীলের জন্য উপহার। দেশে ফিরে যাওয়ার শতদ্রু দত্তর বাড়িতে যান ডিবু। সেখানেই সুনীলের জন্য সই করা জার্সি রেখে যান এই আর্জেন্তাইন। সংবাদ প্রতিদিনের কলামে এমনটাই লিখেছেন এমিলিয়ানোকে কলকাতায় নিয়ে আনার প্রধান কারিগর। তবে আর্জেন্তাইন এই গোলরক্ষক মনে করেন, বর্তমানে মারাদোনার চেয়ে মেসির জনপ্রিয়তা অনেক বেশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।