বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA WC Qualifiers: আর্জেন্তিনার ফ্যানদের বাঁচাতে লাফিয়ে ব্রাজিলের পুলিশকে ধাক্কা মার্টিনেজের! তুমুল ঝামেলা- ভিডিয়ো

FIFA WC Qualifiers: আর্জেন্তিনার ফ্যানদের বাঁচাতে লাফিয়ে ব্রাজিলের পুলিশকে ধাক্কা মার্টিনেজের! তুমুল ঝামেলা- ভিডিয়ো

পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন মার্টিনেজ। ছবি-রয়টার্স  (REUTERS)

ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়ান দুই দলের সমর্থকরা। পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে যায়। সেই সময় আর্জেন্টিনার সমর্থকদের বাঁচাতে এগিয়ে যান মার্টিনেজ। 

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের টানটান উত্তেজনা ভরা ম্যাচে শেষ হাসি হাসলো আর্জেন্তিনা। দুবারের বিশ্বজয়ী দল উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে হারের পর, ব্রাজিলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেলো গতবারের চ্যাম্পিয়নরা। ১-০ গোলে ব্রাজিলকে হারালো তারা। আর্জেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। তবে এদিনের ম্যাচে স্টেডিয়ামে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামতে হয় পুলিশকে। কিন্তু তাতেও কোনও সমস্যার সমাধান হয়নি।

ব্রাজিল পুলিশের সঙ্গেও হাতাহাতি লেগে যায় আর্জেন্টাইন সমর্থকদের। কিন্তু এরই মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োটিতে দেখা গিয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তাঁর দেশের সমর্থকদের রক্ষা করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। যদিও এই ঘটনার চরম নিন্দা করেন একাধিক প্রাক্তন ফুটবল তারকা সহ নেটিজেন ও ফুটবলপ্রেমীরা।

প্রসঙ্গত, বুধবার ব্রাজিলের 'রিও ডি জেনেরিও'র মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। কিন্তু আর্জেন্তিনার জাতীয় সংগীতের সময় ব্রাজিলিয়ান সমর্থকদের মশকরা করা দেখেই আঁচ পাওয়া যাচ্ছিল অশান্তির। এরপরেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে যায় স্টেডিয়াম। শান্তি ফিরিয়ে আনতে মাঠে নামতে হয় পুলিশকে, কিন্তু উল্টে পুলিশের সঙ্গেই ধস্তাধস্তি বেধে যায় আর্জেন্টাইন সমর্থকদের। পরিস্থিতি এতটাই উগ্র হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত ম্যাচের ২২ মিনিট পরেই মাঠ ছাড়তে হয় আর্জেন্তিনার ফুটবলারদের।

বেশ কিছুক্ষণ তাঁরা কাটান ড্রেসিংরুমে। অবশেষে আর্জেন্তিনার তরফ থেকে ব্রাজিল ফুটবল কর্তাদের জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে নামতে পারবে তাদের ফুটবলাররা। অবশেষে অতি কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই সংঘর্ষের মাঝে উঠে আসে মার্টিনেজের পুলিশের সামনে রুখে দাঁড়ানোর ভিডিয়ো। সেই ভিডিয়োকে ঘিরে নানা ব্যবহারকারী নিজেদের মত পেশ করেন। তবে স্টেডিয়ামে এই অশান্তির নিন্দা করেছে অধিকাংশই।

উল্লেখ্য, এদিন দুই দলের তরফ থেকে লাগাতার আক্রমণ আসা সত্ত্বেও গোলশূন্য থাকে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে নিকোলাস ওটামেন্ডির দ্বারা গোল পায় আর্জেন্তিনা। এরপর গোল করার বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সাম্বা বাহিনী। অবশেষে ১-০ গোলে ম্যাচ পকেটে তুলে নেয় লিও মেসির দল। তবে ঘরের মাঠে এই হার ব্রাজিলকে বড় চাপে ফেলে দেবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.