এ যেন উলটপুরান। রেফারিংয়ের অভিযোগ নিয়ে আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় চিঠি দিচ্ছেন সচিবকে। পড়তে অবাক লাগলে এটাই সত্যি। ঘটনার সূত্রপাত কলকাতা লিগের মোহনবাগান এবং কালীঘাট এমএসের ম্যাচের সময়। সেই ম্যাচ ১-১ ড্র হয়। মোহনবাগান পেনাল্টি থেকে গোল করে। এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েই যত গোলমাল। এই সিদ্ধান্তকেই কেন্দ্র করে খারাপ রেফারিংয়ের অভিযোগ তুলে আইএফএ-কে চিঠি পাঠাচ্ছে কালীঘাট এমএস।
একটা সময় ছিল যখন ময়দানের তিন প্রধানকে আটকে দিতে পারলেই অন্য দলগুলি আনন্দে মেতে উঠত। রীতিমতো জয়ের উদযাপন করতো তারা। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। মোহনবাগানের বিরুদ্ধে কালীঘাট ম্যাচ ড্র করলেও রেফারিং নিয়ে খুশি হতে পারেনি। আজ বৃহস্পতিবার সেই অভিযোগের চিঠি পাঠাচ্ছে কালীঘাট। এই সিদ্ধান্ত যা সকলকে চমকে দিয়েছে। কারণ এই ক্লাবের শীর্ষ কথা অজিত বন্দোপাধ্যায় আইএফএ সভাপতি। ক্লাবের কর্তা হিসেবে তিনি এই চিঠি পাঠাচ্ছেন আইএফএ-কে। ম্যাচ শেষ হবার পর অজিত বন্দোপাধ্যায় বলেন, 'আমরা অভিযোগের চিঠি দিতে চলেছি। এর সঙ্গে ম্যাচের ভিডিয়ো পাঠাবো। সেটা দেখারও অনুরোধ করব। বিশেষ করে ওদের পেনাল্টির সিদ্ধান্তটা দেখার জন্য অনুরোধ করব। এইভাবে রেফারিং করা হলে তা বাংলার ফুটবলকে ক্ষতিগ্রস্ত করবে।'
ক্লাবের শীর্ষ কর্তার পাশাপাশি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কালীঘাট এমএসের কোচ পাতাম বাহাদুর থাপা। তিনি বলেন, '৩ পয়েন্ট আমাদের মাঠে রেখে আসতে হল। রেফারি অহেতুক কার্ড দেখিয়েছেন আজকে। ওটা একেবারেই পেনাল্টি নয়।' অন্যদিকে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় খুশি নন মোহনবাগান কোচ বাস্তব রায়। ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'যে গোলটা কালীঘাট করেছে আমার মতে আমরা সেটা মাঠে উপহার দিয়ে এসেছি।' এদিন মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান সিনিয়র দলের কোচ জুয়ান ফেরান্দো।
এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীঘাট এমএসের ডিফেন্ডার উমার মুথার কেপি। তার হাতে ম্যাচের পুরস্কার অর্থ তুলে দেন মোহনবাগান ক্লাব সভাপতি স্বপন সাধন বোস। পুরস্কার অর্থ ১০ হাজার টাকা মোহনবাগানের তরফ থেকে দেওয়া হয় এই ডিফেন্ডারকে। তিনি নিজের দল কালীঘাট থেকেও পুরস্কার অর্থ হিসাবে ২০০০ টাকা পেয়েছেন। এই বিষয়ে মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, 'আইএফএর-র থেকে যাকে ম্যাচের সেরা বাছা হয়েছিল তাঁকে আমরা ক্লাবের পক্ষ থেকে পুরস্কার অর্থ দিয়েছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।