শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের আই লিগের শুরুটা খুব ভালোভাবেই করেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই আইজল এফসির বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল তারা। তবে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আটকে গেল সাদা-কালো ব্রিগেড। শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচে শুক্রবার প্রথমেই পিছিয়ে পড়ে মহমেডান স্পোর্টিং। তবে পরবর্তীতে কামব্যাক করে ম্যাচ ড্র করেই মাঠ ছেড়েছে তারা। ওডিআই বিশ্বকাপের ভরা বাজারে এদিন নৈহাটি স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন বেশ কিছু সাদা কালো ব্রিগেডের ভক্ত। উপস্থিত ছিলেন বেশ কিছু লাজং সমর্থকও।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর আই লিগে কামব্যাক করল উত্তর পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় ক্লাব শিলং লাজং। এর আগে ২০১৩-১৪ মরশুমে দু'বার একে অন্যের মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার দু'বারের সাক্ষাতেই হারের সম্মুখীন হতে হয় মহমেডান দলকে। হারের লজ্জাকে সঙ্গী করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল মহমেডানকে। ফলে এদিন তাদের বিরুদ্ধে নামার আগে সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ বেশ সাবধানী ছিলেন। তবে তাতে লাভ হয়নি কিছুই। উল্টে ম্যাচে একটা সময়ে পিছিয়ে গেছিল মহমেডান।
এদিন ম্যাচেও শেষ পর্যন্ত জয় অধরাই থেকে গিয়েছিল সাদা-কালো শিবিরের। কলকাতা লিগ জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল মহমেডান দল। সেই আত্মবিশ্বাস দেখা গিয়েছিল আই লিগের প্রথম ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে।তবে দ্বিতীয় ম্যাচেই যেন সেই আত্মবিশ্বাস কোথাও হারিয়ে গেল তাদের। প্রথম ম্যাচে বিপক্ষের বিরুদ্ধে ২-১ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচটা সুখের হল না তাদের। শুক্রবার শিলং লাজংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ল সাদা-কালো ব্রিগেড।
শুক্রবার আলোকোজ্জ্বল নৈহাটি স্টেডিয়ামে তাকুতো মিকির গোলে এগিয়ে যায় শিলং। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে দলকে এগিয়ে দেন ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার। লিড পেলেও শিলং সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। বিরতিতে তারা গিয়েছিল ১-০ ফলে এগিয়েই। আর বিরতির পরে ৫৩ মিনিটে মহামেডানের হয়ে সমতা ফেরান চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা ২১ বছর বয়সী তরুন তুর্কি ডেভিড লাললানসাঙ্গা। ম্যাচ ১-১ অবস্থায় আসে। এরপর আর কোনও দল গোলের মুখ খুলতে পারেননি। একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোন দল। ফলে শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।