আগামী ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আর এই ডার্বি ম্যাচকে ঘিরেই যত ডামাডোল। কারণ ব্রিগেড সমাবেশের জন্য একটা সময় অনিশ্চিত হয়ে পড়ে এই ম্যাচ। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা বারবার পুলিশের সঙ্গে আলোচনা করে সময় পরিবর্তন করে সমাধানের পথে হাঁটে। কিন্তু পরিস্থিতি মিটতে না মিটতেই ফের একবার প্রশ্নের মুখে পড়ল লাল-হলুদ শিবির। এবারের বড় ম্যাচের দায়িত্বে ইস্টবেঙ্গল। এবার তাদের বিরুদ্ধেই টিকিটের মূল্য বৈষম্যের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বেশি ধার্য্য করা হয়েছে। অর্থাৎ যে একই টিকিট যদি ইস্টবেঙ্গল সমর্থকরা কেনেন তাহলে কম দামে তা কেনা যাবে।
আর এতেই বেজায় চটেছেন বাগান কর্তা থেকে শুরু করে সমর্থকরা। ডার্বির ইতিহাসে কোনও বার এমন ঘটনা ঘটেনি। কিন্তু কেন এবার এই পথে হাঁটল ইমামি ইস্টবেঙ্গল? প্রশ্ন উঠতে শুরু করেছে। টিকিটের দামের বৈষম্য নিয়ে এক ইস্টবেঙ্গল কর্তা জানিয়েছেন, বিশ্বের যে কোনও টুর্নামেন্টে হোম টিমের টিকিটের দাম কম থাকে। অ্যাওয়ে দলের সমর্থকদের বেশি টাকা দিয়ে টিকিট কিনে খেলা দেখতে হয়। ইস্টেবেঙ্গল ক্লাবের এই মানসিকতা একেবারেই মেনে নিতে পারেনি সবুজ মেরুন শিবির।
বড় ম্যাচে নামার ৭২ ঘণ্টা আগে ডার্বি বয়কটের ডাক দিলেন মোহনবাগান কর্তারা। প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, 'ফুটবলের বিশ্বের জনপ্রিয় একটা খেলা। আর এই খেলাকেই অসম্মান করেছে ইস্টবেঙ্গল ক্লাব। এই প্রথম হোম টিমের দ্বিগুণ দামে অ্যাওয়ে টিমের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে সমর্থকদের। এটা অত্যন্ত লজ্জার ঘটনা। ইস্টবেঙ্গলের এই আচরণের জন্য আমরা ডার্বির কোনও টিকিট কিনব না এবং বিক্রিও করব না। এটা কর্তাদের তরফে বয়কট বলে ধরা হোক।'
প্রসঙ্গত, যেমন ইস্টবেঙ্গল গ্যালারি 'সি- টু' (ডানদিক) গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। সেখানে ঠিক তার উলটো দিকে মোহনবাগান গ্যালারি হিসাবে নির্ধারতি 'সি-টু (বামদিকে) গ্যালারির টিকিট ৫০০ টাকা। আবার ধরা যাক যে টিকিটের দাম ইস্টবেঙ্গল গ্যালারিতে ১০০ টাকা, ঠিক উল্টোদিকে মোহনবাগান গ্যালারিতে তার দাম ২৫০ টাকা। ফলে ডার্বির টিকিটের দাম নিয়ে সরগরম কলকাতা ময়দান। তবে এই বড় ম্যাচ নিয়ে শহরে উত্তাপ বেশ ভালোই দেখা গিয়েছে। তবে এই ডার্বির টিকিটের দাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা যে এই ম্যাচের উত্তাপ বহুগুণে বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার বিষয় ডার্বিতে বাগান সমর্থকরা যুবভারতীমুখি হন কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।