বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Intercontinental Cup: করে দেখিয়েছেন হকিতে, এবার সুনীলদের ম্যাচ দেখতে এসে ওড়িশাকে ফুটবল হাব বানানোর প্রতিশ্রুতি নবীনের

Intercontinental Cup: করে দেখিয়েছেন হকিতে, এবার সুনীলদের ম্যাচ দেখতে এসে ওড়িশাকে ফুটবল হাব বানানোর প্রতিশ্রুতি নবীনের

ভারত এবং মঙ্গোলিয়ার ফুটবল দলের সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী। ছবি- ওড়িশা সিএস অফিস

এই মুহূর্তে ওড়িশায় চলছে ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর। ভারত বনাম মঙ্গােলিয়া ম্যাচ দেখতে এসে ওড়িশাকে ফুটবল হাব বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন নবীন পট্টনায়ক।

এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর বসেছে ভুবনেশ্বরে। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং মঙ্গোলিয়া। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি একদিকে যেমন রাজনীতিবিদ, তেমন তিনি ক্রীড়াপ্রেমীও বটে। তবে এই খেলা দেখতে এসে তিনি ঘোষণা করেন ওড়িশাকে ভারতের ফুটবলের হাব গড়ে তুলবেন।

ফুটবল জগতে একটা সময় ভারতের মাত্র দুটি শহর ব্যাপক ভাবে পরিচিত ছিল। এর মধ্যে একটি হল কলকাতা। অন্যটি সমুদ্র সৈকত শহর গোয়া। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং থেকে শুরু করে ডেম্পো বা সালগাওকার। এই সবকটি ঐতিহ্যশালী ক্লাব ভারতীয় ফুটবলের স্তম্ভ বলা চলে। ভারতের মানচিত্রে এই দুটি শহর ছাড়াও অন্যান্য রাজ্যের শহরগুলি উঠে এসেছে ফুটবল খেলার দিক থেকে। বিশ্ব ফুটবলে ভারতের দাপট আরও বেড়েছে। আগে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার দিক থেকে কলকাতা এবং গোয়াকেই বেছে নেওয়া হতো।

তবে এখন অন্যান্য শহরগুলিকেও প্রাধান্য দেওয়া হয় ফুটবলের প্রতি তাদের আগ্রহ দেখে। তবে এই প্রথম সিনিয়র দলের কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হল ওড়িশায়। যেখানে এর আগে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ বা অনূর্ধ্ব-১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়। সফল ভাবে সেই বিশ্বকাপ আয়োজন করার ফলে এবার ভারতীয় ফুটবল ফেডারেশন জাতীয় দলের ম্যাচও দেয়।

ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারায়। এই ম্যাচে ওড়িশার মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। ওড়িশা মুখ্যমন্ত্রী ফুটবলের উন্নয়নের জন্য সবরকম সহযোগীতার আশ্বাস দিয়েছেন। তবে এদিনের ম্যাচ শুরুর আগে মুখ্যমন্ত্রী পট্টনায়ক দুই দেশের ফুটবলারদের সঙ্গে পরিচয় করেন।

ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্টটি দেখতে এসে পট্টনায়ক বলেন, 'ওড়িশার এই কলিঙ্গ স্টেডিয়ামে আরও একবার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল। এটি দেখে সত্যি খুব ভালো লাগছে। আমি আশা করছি এই টুর্নামেন্টে যে আন্তর্জাতিক দলগুলি অংশগ্রহণ করেছে তারা মাঠ ও পরিকাঠামো দেখে খুশিই হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতের ফুটবল হাব হিসেবে পরিচিতি পেতে চলেছে ওড়িশা। এই রাজ্যের ফুটবলপ্রেমীরা আরও একটি সুন্দর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা দেখতে পাবে। ওড়িশার ফুটবলপ্রেমীরা তাদের ফুটবলারদের কাছ থেকে দেখতেও পাবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ? 'রক্ত মাংসের লক্ষ্মীদের অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.