দুই মহিলা খেলোয়াড়কে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগে শনিবার গোয়া পুলিশ শেষ পর্যন্ত ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য দীপক শর্মাকে গ্রেপ্তার করেছে। এমনটাই জানিয়েছেন এক কর্মকর্তা। আসলে এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রক নড়েচড়ে বসার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সন্দেশ চোদনকার পিটিআই-কে বলেছেন, ‘এআইএফএফ কার্যনির্বাহী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে সরকারী ভাবে অভিযোগ পাওয়ার পর দিনের বেলা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। মাপুসা পুলিশ তাকে এর পর গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আঘাত করা, মহিলাদের বিরুদ্ধে বলপ্রয়োগ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।’
মাপুসা থানার ইন্সপেক্টর শীতকান্ত নায়েক বলেন, ‘অভিযুক্তকে রাতের জন্য হেফাজতে রাখা হবে এবং রিমান্ডের জন্য রবিবার আদালতে পেশ করা হবে।’
কুস্তির পর এবার ভারতীয় ফুটবলেও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। দুই মহিলা ফুটবলারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ফেডারেশন কর্তা দীপক শর্মার বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবল মহল। অভিযোগকারিণীদের দাবি, মদ্যপ অবস্থায় তাঁদের ঘরে ঢুকে হেনস্থা করেছেন ফেডারেশনের ওই কর্তা। সেই সঙ্গে আরও অভিযোগ ওঠে, ফেডারেশনে ওই কর্তার বিরুদ্ধে মুখ খোলার পরে নাকি, অভিযোগকারিণীদের উপর নানা ভাবে চাপ তৈরি করা হচ্ছে।
এই বিষয়ে তৎপর হন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি টুইট করে, এই বিষয়ে ফেডারেশনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। তিনি এক্সে লেখেন, ‘গোয়ায় চলতি ইন্ডিয়ান ওমেন্স লিগের সময়ে তাদের কোচের বিরুদ্ধে মহিলা ফুটবলারদের উপর যে শারীরিক নির্যাতনের অভিযোগটি প্রকাশ্যে এসেছে, তা গুরুত্ব দিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবং আমাদের ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে এবং গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দিয়েছে এআইএফএফ-কে। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ আর এর পরেই গ্রেপ্তার হন দীপক শর্মা।
হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সচিব ছাড়াও, দীপক শর্মা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য। খাদ এফসি নামে একটি ফুটবল ক্লাবের সঙ্গেও যুক্ত রয়েছেন দীপক। আর এই দুই অভিযোগকারিণী আবার হিমাচল প্রদেশ-ভিত্তিক ক্লাব, খাদ এফসি-র দুই মহিলা ফুটবলার। তাঁদের দাবি, খেলার জন্য গোয়ায় গিয়েছিল গোটা দল। সেই সময়েই হেনস্থা করেছেন ফেডারেশন কর্তা। অভিযোগকারিণী ফুটবলাররা শুক্রবার এআইএফএফ-এর কাছে অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার গোয়ার একটি হোটেল রুমে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
পলক বর্মা নামে অভিযোগকারিণীর দাবি, রাত এগারোটা নাগাদ দীপক তাঁদের ডেকে পাঠান। নিজের ঘরে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। ঘরে ডেকে দুই মহিলা ফুটবলারকে বকাবকি করেন। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসেন পলক এবং তাঁর সতীর্থ। তাঁদের পিছনে পিছনেই ঘরে আসেন দীপকও। ঘরে এসে পলককে শারীরিক নির্যাতন করেন তিনি। তবে পলকের সতীর্থ বাধা দেওয়ায় ঘর থেকে চলে যেতে বাধ্য হন দীপক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হলেও, দুই অভিযোগকারিণীকে কার্যত হুমকি দিয়েছেন দীপকের স্ত্রী নন্দিতা, এমনই দাবি করা হয়। দীপকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেন নন্দিতা। রীতিমতো চাপ দেওয়া হয় দুই ফুটবলারকে। লাগাতার হুমকিতে ভীত হয়ে পড়েন অভিযোগকারিণী পলক। তবে দীপকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেননি তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।